পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e পবিত্র অক্সিার ফল। এৰ^ তাহার নিকটে তিন রাত্রি জাগ্রহ থাকিয়া তত্ত্বাৰধারণ করিল ; এই রূপে কবিরাক্তের ও অতিথি সেবকের ও দাসের কৰ্ম্ম করিল। ঈশ্বরামুগ্রহে সেই বৃদ্ধ হাপসির পরিশ্রমে উক্ত পীড়িত ব্যক্তি-অণরোগ্য হইলেন। তাছাতে কত ব্যয় হইল, হাপসিকে এই কথা জিজ্ঞাসা করিয়া, যখন সাধ্য হইবে, তখন তাহ পরিশোধ করিতে অঙ্গীকার করিলেন । ইহা শুনিয়া ঐ নমুশীল বৃদ্ধ গুষ্টিয়ান উত্তর করিল, ও সাহেব, আপনি আমার কিছু ধারেন না, বরঞ্চ আমি আপনকার কাছে ঋণগ্রস্ত আছি। সেই সাহেব বলিলেন, এ কেমন ? তাহাতে সে বলিল, ও লাহেব, আপনি আমাকে ঈশ্বরের বাক্য পাঠ করিতে শিক্ষা দিয়াছেন ; এই মহা ঋণ আমি কখন পরিশোধ করিতে পারিব না । এই রূপ উত্তর পাওয়াতে ঐ সাহেৰ এমত চৈতন্য প্রাপ্ত হইলেন যে তদিবসাবধি প্রভুর আম্বেষণ করিতে মানস করিলেন । শু। এক দাসীর বিষয় । এক জন ভদ্র লোক প্রতারকগণকে কৰ্জ্জ দেওয়াতে অলপনার সমুদয় ধন হারাইলে বৃদ্ধাবস্থায় সকল দাস দাসীকে বিদায় করা তাহার আবশ্যক হইল। তাহাদের মধ্যে এক জন দাসী তাহার কারণ বৃঝিয় তাহার নিকটে গিয়া অশ্রুপাত পূৰ্ব্বক এই নিবেদন করিল, হে মহাশয়, প্রায় পচিশ ৰৎসর পর্য্যন্ত অামি আপনকার বাটীতে কৰ্ম্ম করিতেছি, এবN সৰ্ব্বদা মনের সহিত অাপনকার সমাদর করিয়াছি। আপনি কত্ত্ব ও পিতা ও বন্ধুর