পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& পবিত্র আত্মার ফল । হইয়া বায়ু সেৰনার্থে বির্জিনিয়া নামক প্রদেশে বাসকারি বন্ধুর বাটীহইতে অনেক দূর পর্য্যন্ত ভুমণ করিতে গিয়াছিলাম। প্রথমে আমি নির্জন স্থান দিয়া এক ছোট নদীর তীরস্থ পথে চারি পাচ ক্রোশ পর্যন্ত গেলাম । পরে উপত্যকার সীমার নিকটে পৰ্ব্বতের তলে কৃষিকৰ্ম্মে ব্যস্থ এক জন বৃদ্ধ হাপলিকে দেখিতে পাইলাম। তাহার মস্তকের কেশ পাকিয়াছিল ; আর তাহার লোলিত মুথ ও কুব্জ পৃষ্ঠদ্বার বোধ হইল যে সে অতিশয় বৃদ্ধ, এব^ অনেক ক্লেশ পাইয়াছে। সেই নিজন স্থানে মনুষ্য দশনে আমার আহলাদ হইল ; অতএব আমি ঘোটকহইতে নামিয়া তাহার সহিত এই রূপ কথোপকথন করিতে লাগিলাম ; বোধ হয়, পাপে পতিত মনুম্যের উপরে যে অভিশাপ আছে, তদনুসারে তোমাকে ঘৰ্ম্মাক্ত মুখে আহার করিতে হয় । তাহাতে সে মুথের ধৰ্ম্ম মুছিয়া বলিল, হে মহাশয়, অামি কেন অসন্তুষ্ট হইব ? এখন ও অামার অনেক মঙ্গল হইতেছে। যীশু ও র্তাহার সুসমাচাররূপ ধন আমার আছে, তাহাতে এই দীনহীন মুলার কুলায় । আমি কহিলাম, এই স্থানে তুমি লোকদের সPসর্গহইতে বহির্ভূত, অতএব বোধ হয় তোমার পাপীজনক অল্প পরীক্ষা ঘটে । সে বক্ষঃস্থলে হাত দিয়া বলিল, হায় ২ মহাশয় । আমি যে স্থানে যাই, সেই স্থানে আমার সঙ্গে এই মন্দ অন্তঃকরণ -যায়, আর এই অন্তঃকরণরূপ দ্বার দিয়া সা^সারিক ড্রাব , প্রবেশ করে । এই. জন্যে পুতিপ্লভাতে ও প্রতিক