§ 3. পবিত্র আত্মার ফল । সে উত্তর করিল, কথন ২ শয়তান আসিয়া অামার কৰ্ণে ফুল ২ করিয়া বলে, ও ভাই, তুমি যে মনিবের লেনা করিতেছ তিনি বড় দুরন্ত , কথন ২ তোমাকে পীড়া ও ক্লেশ দেন ও দুৰ্দ্দশা ঘটান, কিম্বা পোকা পাঠাইয়া তোমার সমস্ত শস্য নষ্ট করেন। কিন্তু আমি বলি, শয়তান মিথ্যাবাদী; আমার প্রভু দুরন্ত নহেন। তিনি আমার অন্তঃকরণের দ্বারে আঘাত করিলে অামি প্রথমে তাহাকে আলিতে দিলাম না, তাহাতে যে পৰ্য্যন্ত আমি দ্বার না খুলিলাম, তদবধি তাহাকে পুনঃ ং আঘাত করিতে হইল ; কিন্তু সেই অবধি আমি নিত্য র্তাহার দয়ালু স্বভাবের প্রমাণ পাইতেছি । আমার অন্তঃকরণ বিদীর্ণ হইলে তিনি তাহ বদ্ধ করেন, এব^ ভ্যামি পীড়িত হইলে আমার শয্যার নিকটে আইসেন। তিনি আমার সকল পাপের প্রতি সহিষ্ণুতা করেন। যদ্যপি আমি দরিদ্র ও বৃদ্ধ লোক, এব^ উপযুক্ত রূপে তাহাকে প্রেম করি না, তথাচ তিনি আমাকে ত্যাগ করেন না ; আর আমার নিমিত্তে তিনি প্রাণ দিয়াছেন। আঃ ! তিনি দুরন্ত কৰ্ত্তা নহেন। তিনি আমার স্ত্রী ও সন্তানদিগকে হরণ করুন, কিম্বা অামার গৃহ ভস্মসাৎ করুন, কিম্ব আমাকে পীড়িত করুন, কিম্বা আপনার কোমল হস্তদ্বারা আমাকে প্রহার করুন ; তথাপি আমি তাহাকে প্রেম করিব, এব^ ঐ সকল বিষয় অামার মঙ্গলজনক, ইহা স্বীকার করিব। এই কথা কহিতে ২ তাহার নয়নে অশ্রুপাত হইল । আমি মনে? ভাবিলাম, আঃ! এই ধাৰ্ম্মিক বৃদ্ধ হাপসির 'অন্তরে প্রভুর প্রতি যেরূপ প্রেম ও কৃতজ্ঞতা আছে, আমার
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।