পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃতজ্ঞতা । 8O অন্তঃকরণে কেন তদ্রুপ ভূয় না? পরে তাছাকে কহিলাম, বোধ হয়, তুমি কখন ২ ধৰ্ম্মোপদেশ শুনিয়া থাক। : তিনি উত্তর দিলেন, হা, শুনিয়া থাকি। কখন ২ অtমার অন্তঃকরণ শীতল ও অচেতন হয়, কিন্তু উপদেশকের মধুর বাক্য শুনিলে আমার আত্মা সন্তুষ্ট হয় ; তাহার পরে বোধ হয়, যেন ধৰ্ম্মপুস্তক উপদেশ দেয়, এব^ বনের গাছ প্রভূত সকলই উপদেশ দেয় ; আর আমার হাত যখন লাঙ্গল ধরে, তখন মন স্বগে বিহার করে। পরে আমি কহিলাম, তবে বুঝি, তোমার নিকটে ধৰ্ম্মপুস্তক অাছে ? সে বলিল, হী, আছে। ত্রিশ বৎসর হইল আমি পাঠ করিতে শিথিয়াছি ; এখন রবিবারে সমস্ত দিন বৃষ্টি হইলে আমি ঘরে থাকিয়া পাঠ ও গান ও প্রার্থমা করি। আর প্রভূ যীশু খ্ৰীষ্ট দীনহীন হাপসির কুৎসিতঁ কুঁক্রিয়াতে উপস্থিত হন, ইহার প্রমাণ পাইয়া থাকি । তদনন্তর আমি ঐ বৃদ্ধ ব্যক্তির সহিত স্বর্গে পুনস্ত্রার সাক্ষাৎ করিব, এই দৃঢ় ভরসা পাইয় তাহার নিকটহঠতে বিদায় হইলাম। পরে তাহার বিষয় জিজ্ঞাসা করিলে সে যে গীর্জ যাইতে জুটি করে না, এব^ তথাকার মণ্ডলীর মধ্যে অতি ধাৰ্ম্মিক রূপে মান্য আছে, ইহা জ্ঞান। গেল । ৮। এক দরিদ্র স্ত্রীর বিষয়। জীযুক্ত উইন্টর সাহেবের জীবন চরিত্রে এই ইতিহাস লিখিত আছে; যথা, কতিপয় বৎসর হইল আমি এক