8* পবিত্র আত্মার ফল । হইতে নিবৃত্ত হইয়া নগর হষ্টতে দূরবৰ্ত্তি এক বাটতে গিয়া সেই নিভৃত স্থানে কাল যাপন করিতে লাগিলেন। কোন এক দিবস তাহার পূৰ্ব্ব আমোদী কতিপয় বন্ধু র্তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া কাতর বলিয়) ষ্ঠাহাকে পরিহাস করিতে লাগিল । তাহাতে তিনি গম্ভীর মনে উত্তর করিলেন, আমি কাতর নহি, কিন্তু ধীরমনা আাছি ; এব^ আমাদের সকলের ধীর মন হওয়া উচিত। হে প্রিয় বন্ধুরা, আমরা যাবৎ রহস্য করি, তাবৎ চতুৰ্দ্দিকৃস্থ সকল বিষয় ধীরমনা হক্টতে আমাদিগকে প্রবৃত্তি দেয় । দেথ, পরমেশ্বর ধীরমনা, এই জন্যে আমাদের প্রতি ধৈর্য্য প্রকাশ করেন। খ্ৰীষ্ট ধীরমনা, এই জন্যে আমাদের পাপ নাশার্থে অাপন রক্ত ব্যয় করিলেন । পবিত্র আত্মা ধীর মন, এই জন্যে আমাদের অন্তঃকরণের কঠিনতা দমন করিতে চেষ্টা করেন। ধৰ্ম্মপুস্তক ধীরতাজনক । আর সৰ্ব্বাপেক্ষা গুরুতর বিষয়ের চিন্তা জন্মায়। ধৰ্ম্মরীতি সকল ধীরতাজনক, আর অতি গুরুতর ও ভয়ানক বিষয়ের লক্ষণ। সমুদয় সৃষ্টি ধীরতাজনক। স্বৰ্গনাসির সকলে ধীরমনা, নরকবাসিরাও সকলে ধীরমনা । তবে অ - মরা কেমন করিয়া আমোদী ও লঘুচিত্ত হইতে পারি? এক দিন সেই মান্য ব্যক্তি লার্ড বলে নামক অার এক রাজমন্ত্রির নিকটে এই কথা লিখিলেন, আমরা উভয়ে রাজ্য ও সমৃত্তির ও রাজ্ঞীর সেবাতে যথেষ্ট কাল ক্ষেপণ করিয়াছি ; এখন আইস আমরা আর বিলম্ব না করিয়। ক্ষিণপন্থ ২ পরিক্রাণের চেষ্টাতে ও পরমেশ্বরের সেবাতে কাল মাপয় করিতে আরম্য রুঞ্জি •
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।