পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@及 পবিত্র আত্মার ফল। বন্ধু স্কটলণ্ড দেশহইতে আগত কোন সাহেবকে র্তাহার নিকটে আনিলে তিনি কহিলেন, পূৰ্ব্বে আমি আফি কী দেশস্থ বন্য সি^হস্বরূপ ছিলাম ; পরমেশ্বর সেই স্থানে আমাকে ধরিয়া দমন পূৰ্ব্বক এই মহানগরে আনিয়াছেন ; বোধ হয় এই নিমিত্তে আপনি পোষিত বন্য পশুর দর্শনার্থি লোকের ন্যায় অামাকে দেখিতে অক্টেলেন । মরণের দুই তিন বৎসর পূর্বে এই ব্যক্তির চক্ষে ঝাপসা লাগিলে পাঠ করা তাহার অসাধ্য হইল। এক দিন প্রাতঃকালীন ভোজনের সময়ে এক জন বন্ধ তাহার সহিত সাক্ষাৎ করতে আইলেন। ভোজনান্তে প্রার্থনার সময়ে ধৰ্ম্মপুস্তকের দৈবসিক পাঠের এক পদ পাঠ করা গেল। সে পদের ভাব এই, “আমি যে আছি ঈশ্বরের অনুগ্ৰহেতে সেই অাছি।” পরে তিনি আপন ব্যবহারানুসারে পাঠের সিময়ে পশ্চাল্লিখিত কএকটি কথা কহিলেন, “ যে প্রকার লোক হওয়া আমার উচিত, অদ্যাপি আমি সেই প্রকার লোক নই ; হায় ২, আমি কেমন অসিদ্ধ ও অসমপূর্ণ। আর যে প্রকার লোক হওয়া আমার বাঞ্ছা, আমি সেই প্রকণর লোকও নই। যাহা মন্দ তাহা অামি ঘৃণা করি, যাহা ভাল তাহার আকাঙ্কু করি। আর যে প্রকার লোক হওয়া আমার আশা, সেই প্রকার লোক নই। অল্প কালের মধ্যে আমি এই মৰ্ত্ত দেহ ও তৎসম্বন্ধীয় পাপ ও ক্রুটি ত্যাগ করব। কিন্তু যে প্রকার লোক হওয়া আমার উচিত ও বাস্থা ও আশা, যদ্যপি সন্তুতি