পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নমুশীলতা । ☾ ❍ সেই প্রকার লোক নহি, তথাপি পূৰ্ব্বে যে ছিলাম, আমি সেই আর নহি ; অর্থাৎ শয়তানের ও পাপের দাস অার নহি। অতএব আমি পেীল প্রেরিতের ন্যায় বলিতে পারি, যে আছি ঈশ্বরের অনুগ্ৰহেতে সেই অাছি।” উক্ত ব্যক্তির স্মরণ শক্তির হ্রাস হইলে তিনি বলিতেন, “আমি অন্য সকল বিষয় বিস্মৃত হঠতে পারি ; তথাপি দুই প্রধান বিষয় কথন ভূলিল না, অর্থাৎ আমি মহা পাপী, ও যীশু গুষ্ট মহান ত্ৰাণকৰ্ত্তা, এই দুই বিসয় কখন বিস্মৃত হইব না।” (? | এক জন যুব সৈন্যের কথা । উক্ত ব্যক্তি শিশু কালে তাপন ধাৰ্ম্মিক পিতার নিকটে ধৰ্ম্ম বিষয়ক শিক্ষা পাঠয়াছিলেন। পরে তাহার ১৬ বৎসর বয়ঃক্রম কালে মাতৃবিয়োগ হইলে তিনি শোক ও দীনহীনতা প্রযুক্ত দূর দেশে গিয়া কৰ্ম্ম করিতে লাগিলেন। কিছু কাল পরে তাহার কৰ্ম্ম গেলে তিনি স্বদেশে প্রত্যাগমন করিতে অনিচ্ছক হঠয় সৈন্যবৃত্তি স্বীকার করিলেন । তৎকালে তাহার মনে ধৰ্ম্ম বিষয়ক যৎকিঞ্চিৎ চিন্তার উদয় হইত বটে, কিন্তু তাহাতে চতুদিকৃস্থ অধৰ্ম্মরূপ ফাদ হইতে তাহার রক্ষা হক্টত না, কেবল পাপ জন্য সন্তোম নষ্ট হইত। পরে তাহার বড় কাশী হইলে তিনি ক্রমে ২ ক্ষয় রোগ প্রাপ্ত হইলেন , তাহাতে চিকিৎসকেরা তাহার সেই রোগ অপ্রতিকার্য্য জ্ঞান করাতে সুতরা^ ২১ বৎসর বয়ঃক্রম কালে তাহাকে সৈন্যবৃত্তি ত্যাগ করিতে হইল । к 3