পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(; 8 পবিত্র আত্মার ফল । য4ন তিনি নিজ জন্মদেশে ফিরিয়া আইলেন. তখন আমি সেই স্থানের উপদেশক ছিলাম, অতএব দুঃখি দীনহীনদিগের সহিত আলাপ করণ সময়ে তাহার সহিত পুনঃ সাক্ষাৎ হঠত। আর বায়ুবেগে সমূলোৎপাটিত প্রকাণ্ড বৃক্ষের দর্শনে যেমন মনের দুঃখ জন্মে, তেমনি সেই ক্ষয়রোগি যুলার দর্শনে দুঃথ জন্মিত। সামান্য সৈন্যের বুদ্ধি ও বাক্য অপেক্ষ তাহার বুদ্ধি ও বাক্য উত্তম ছিল। তিনি অতিশয় ক্ষুন্নমনা ছিলেন, কেননা বালক কালে প্রাপ্ত শিক্ষা ও তৎপরে মনের মধ্যে উৎপন্ন ধৰ্ম্ম বিসয়ক চিন্তার সহিত অণপনার দুরাচরণাদি দোসের তুলনা করাতে তিনি আপনাকে অতিশয় অধম জ্ঞান করিয়া, আমার অনুগ্রহ প্রাপ্তির দিবস অতীত হঠয়াচ্ছে, এমন অনুমান করিতেন । অাম তাহাকে সেই অনুমানের নিরর্থকতা দেত্যাক্টতে ও আমাদের ত্রাণকৰ্ত্তা প্রভূ যীশু গ্রীস্টের অসীম প্রেম ও দয়া এব° তাহার প্রতিজ্ঞার অমোঘত প্রকাশ করিতে সযত্ব হইলাম, এব^ তাহার সাক্ষাতে অপব্যয়ি পুত্রের দুষ্টান্তকথা পাঠ করিয়া ব্যাখ্যা করিলাম, তিনি অ - মার বাক্য স্থির চিত্তে শুনিয়া বিবেচনা পূৰ্ব্বক গ্রাহু করিলেন বটে, তথাপি সাম্বন প্রাপ্ত হইলেন ন) । ইহার কারণ এই যে তিনি প্রমাণের মীমাণNসা না করিয়া কেবল উপদেশকের সাক্ষ্য মান্য জ্ঞান করিলেন, সুতরা^ মাস্তুনা প্রাপ্ত হইলেন না। পরে আমি তাহাকে গীর্জা ঘরে যাইতে উৎসাহ দিলে তিনি পরিত্রাণের অন্বেষণে অতি উদযোগী প্রযুক্ত আতি কষ্টে এক