পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や পবিত্র আত্মার ফল । হইয়াছিলাম। তিনি নিতান্ত দুর্গত, কিন্তু তিনি বলেন যে পাদরী সাহেব আমার বড় উপকারী হইয়াছেন : আমি তাহাকে আর ভারগ্রস্তু করিতে চাহি না, কেনন তিনি অনেক লোকের সাহায্য করিয়া থাকেন । ইহ শুনিয়া অামি তাহার উপকারার্থে কিছু পাঠাষ্টলাম, কিন্তু পরে তাহার সহিত সাক্ষাৎ হঠলে তাহাকে লজ্জাম্বিত দেখিলাম। তিনি অতি দরিদু ও রোগী হইলেও যাবৎ বাচিলেন, তাবৎ সেই প্রকার নিলোভ থাকিলেন। পরে তাহার মন কিছু সুস্থির হইল, অর্থাৎ ত্ৰাণদাসক প্রেমের কিরণ তাহার অন্তঃকরণে প্রবেশ করাতে তিনি পরমেশ্বরের ইচ্ছ। উত্তম জ্ঞান করিয়া নিভয়ে মৃত্যুর অপেক্ষা করিতে লাগিলেন । কিছু কাল পরে তিনি পূৰ্ব্ব বাসস্থান হষ্টতে এক পাস্মিক কুটুম্বের গৃহে নীত হশলেন। আমার ভরসা ছিল যে সেখানে তাহার সত্ত্বনার বৃদ্ধি হঠবে, কারণ তাহার সেই কুটুম্ব এক জন সরল সদাচারি গুটিয়ান লোক ছিলেন। কিন্তু আমাদের বিচারহইতে প্রভূর বিচার ভিন্ন । তাহার অন্তঃকরণ অতিশয় ত্রাসগ্রস্ত হইল, এন৭ তিনি আমাকে ললিলেন, অামার মন আরো কঠিন হক্টতেছে ; আমার যে যৎকিঞ্চিৎ সান্তুনা হঠয়াছিল, তাহা একেবারে গিয়াছে। অামি বার ২ তাহাকে দেখিতে গিয়া তাহার সহিত ধৰ্ম্মপুস্তকের পাঠ ও প্রার্থনা করিতাম, আর ঐ কুটুম্বও সাধ্যমতে তাহাকে সাস্তুনা দিতে চেষ্টা করিতেন ; কিন্তু সকলি নিয়ুল হইল । অবশেষে মরণের পূৰ্ব্ব দিনে তাহার মনে সাম্ভুনার