পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o পবিত্র আত্মার ফল । বারুদ আছে, তাহ যদি তুমি জানিতা, তবে প্রশ৭সারূপ অগ্নিকণা তাহার ভিতরে ফেলিত না । ৭ । রেনল্ডস সাহেব । এই মহাত্মা ব্যক্তি ব্ৰিষ্টল নগরে বাস করিতেন। এক দিন তথাকার কোন ভদ্র স্ত্রীলোক এক অনাথ বালকের প্রতিপালনে তাহার সাহায্য প্রার্থনা করিলেন : তাহাতে তিনি অধিক অর্থ দিলে ঐ স্ত্রী বলিলেন, সেই বালক কিছু বড় হইলে আমি তাই াকে উপকারকের নাম জানাই য়া অাপনকার ধন্যবাদ করিতে শিক্ষণ দিল । ঈহ শুনিয়া ঐ সাহেব উত্তর করিলেন, আপনি অবিবেচনার কথা কহিতেছেন। বৃষ্টি হইলে অণমর মেঘের ধন্যবাদ করি না, কিন্তু মেঘের ও বৃষ্টির সৃষ্টিকৰ্ত্ত পরমেশ্বরের ধন্যবাদ করিয়া থাকি । ৮। এক জন উচ্চপদস্থ লোকের বিষয় । এই ভদ্র ব্যক্তির অট্টালিকাহঠতে অনতিদূরে যে পল্লীগ্রাম ছিল, তন্নিবাসি কএক জন নিৰ্দ্ধন লোক নিয়মিত সময়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করিতে একত্র হইত, আর তিনিও মৃত্যুর পূৰ্ব্বে কএক বৎসরাবধি সেই সভাতে যাইতেন। কখন ২ সভা স^স্থাপনের কিঞ্চিৎ পরে তথায় উপস্থিত হইলে ঐ দরিদ্র লোকেরা সমাদর পূৰ্ব্বক উঠিয়া মৰ্য্যাদাসূচক স্থান করিয়া তাহাকে দিত ; কিন্তু তিনি ইহাতে অনিচ্ছা প্রকাশ করিয়া বলিতেন, আমি অতি সামান্য স্থান পাইলেও সন্তুষ্ট হইব । অন্যত্র আমি আপন