পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ծ Հ পবিত্র আত্মার ফল । স্বাদন করিতে লাগিলেন, কিন্তু ঐ দরিদু পূৰ্ব্ববৎ রোমাণ কাথলিক থাকিল। এক দিন উক্ত দরিদ্র ব্যক্তি ঐ ধনির সহিত অণহার করিতে গেলে ধনী ভোজন পান করণ সময়ে সুসমাচার প্রসঙ্গ ও পাপ সম্বন্ধীয় ধৰ্ম্মকৰ্ম্মের নিন্দা করিতে লাগিলেন ; তাহাতে ঐ দরিদ্র ব্যক্তি এমত ক্রুদ্ধ হঠল যে ঐ ধনির বাটীতে আর যাইত না, ও তাহ হইতে কৰ্জ্জ আর লক্টত না, বরণ দ্বেষাদি বৈরভাবে পরিপূর্ণ হইয়া গোপনে বিশপদিগের নিকটে গিয়া ঐ ধনির প্রতি বৈধৰ্ম্ম দোষ আরোপ করিল। ঐ ধর্মী অ্যাহার বৈরিতার কারণ না জানাতে অনেক বার তাহার সহিত অণলাপ করিতে চেষ্টা করিলেন ; কিন্তু তাহার চেষ্টা সফল হইল না, কারণ ঐ দরিদু এমত রাগ করিত, যে তাহার সঙ্গে অপলাপ কিম্বা সাক্ষাৎ করিতে অসম্মত হঠত, অার পথের মধ্যে দেখা হইলে সে অন্য দিগে যাইত। এক দিন কোন সঙ্কীর্ণ গলিতে উভয়ে সম্মুখাসমুথি হইলে দরিদ্র ব্যক্তি মস্তক হেট করিয়া অগ্রসর হইতে চেষ্টা করিল, কিন্তু ঐ ধনী শীয় তাহার হস্ত ধরিয়া বলিলেন, ও ভাই, তোমায় কি হঠ’ল ? কি নিমিত্ত্বে আমার প্রতি এত রাগ করিয়াছ ? অামি তোমার প্রতি কি অন্যায় করিয়াছি ? তাহ বল, তাহাতে আমি কোন মতে তোমাকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিব । শেষে ঐ ধনির এই রূপ প্রিয় বাক্যেতে সপ্রকাশ সহিষ্ণুতা ও নমুত ও প্রেমদ্বারা দরিদ্রের মন নমু হইলে সে হাটু গাড়িয় তাহার নিকটে ক্ষমা চাহিল। তাহাতে ধনী তৎক্ষণাৎ ক্ষমা করিয়া