পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 পবিত্র আত্মার ফল । ইহ দেখিয়া ঐ যুবক চমৎকৃত হইয় আপন আসনহইতে উঠিয়া ডিরি৯ সাহেবের সমূথে হাটু গাড়িয়া ক্ষমা প্রার্থনা করিলেন, এব^ কহিলেন, কেহ যদি আমার এই রূপ অপমান করিত, তবে আমি এই থভূগদ্বারা তাহাকে বধ করি তাম । “ তুমি কুক্রিয়াতে পরাজিত না হঠয় উত্তম ক্রিয়াদ্বারা কুক্রিয়াকে পরাজয় কর,’ ধৰ্ম্মপুস্তকের এই বাক্যের অর্থ ঐ ঘটনাদ্বারা সপ্রকাশ হয় । ৩ । ত্রযুক্ত জন এলিয়ট । এই উপদেশক আমেরিকা দেশীয় ইণ্ডিয়ান লোকদের নিকটে প্রেরিত বলিয়া বিখ্যাত ছিলেন । আর খ্ৰীষ্টিয়ানদের মধ্যে সম্মিলন ও ঐক্য সম্পস্থাপন করিতে র্তাহার বিশেষ যত্ব ছিল । কোন মণ্ডলীতে বিবাদ উপস্থিত হইলে এলিয়ট সাহেব তাহার অধ্যক্ষকে বলিতেন, মণ্ডলীর মধ্যে যাহার, অবাস্য, তাহাদিগকে তুমি প্রণয়দ্বারা পরাভব কর, এবং সহ, ও ধৈর্য্য কর, ও ক্ষমা কর, এই তিন বিধির তাৎপৰ্য্য অভ্যাসদ্বারা বুঝিতে চেষ্টা কর । আর তিনি শান্তির চেষ্টাতে কথন ২ দোষাদোষের বিবেচনা নিৰ্ম্মপুয়োজন জ্ঞান করিতেন। এক দিন বিবাদকারি দুষ্ট লোকের বিবাদ সম্নকীয় কাগজ পত্র মীমা^সার্থে উপদেশকদিগের সভায় উপস্থিত হইলে তিনি র্তাহাদের অনৈক্য নিতান্ত অনুচিত জ্ঞান করিয়া সমুদয় কাগজ পত্র একেবারে অগ্নিতে নিক্ষেপ করিয়া বলিলেন, হে ভুাতৃগণ, ইহাতে তোমরা চমৎকার