পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমাশীলতা। & ☾ বোধ করিও না, কারণ তোমাদিগের সমূথে আসিবার পূৰ্ব্বে অদ্য প্রাতে আমি ঈশ্বরের উদেশে প্রার্থনা করণ সময়ে ইহা করিতে মনস্থ করিয়াছিলাম । ৪। আলেকসান্দুিয়া নগরস্থ বিশপের বিষয় । কোন সময়ে দরিদুদিগের উপকার করণ বিষয়ে নিকীতাস নামক স্বদেশীয় এক জন প্রধান ব্যক্তির সহিত এই বিশপের বিৰাদ হইলে সেই বিবাদ নিযপত্তির নিমিত্তে সভা স্থাপিত হইল, কিন্তু তাহাতে কোন ফল দশিল না। উক্ত বিশপ মহাশয় দরিদুদের পক্ষ ছিলেন, কিন্তু নিকাতাস মুদ্রাদানে অসম্মত ছিলেন । এই বিবাদ ভঞ্জনার্থে যে সভা হইল, তাহাতে সম্মিলন হওয়া দূরে থাকুক, বরণ রাগের এমত বৃদ্ধি হইল, যে উভয় পক্ষের লোকেরণ পূৰ্ব্বাপেক্ষ অধিক একগুঁয়া হইয় আপন ২ বাটীতে চলিয়া গেল। নিকীতাস সভাহক্টতে বহির্গত হঠালে পর এই বিশপ আপনার অনম্যতা বিষয়ে বিবেচনা করিতে লাগিলেন । আর তাহার অভিপ্রায় উত্তম হইলেও তিনি মনে ২ কহিলেন, আমার এমত রাগ ও একগুয়ামিতে পরমেশ্বর কি সন্তুষ্ট হইতে পারেন ? অার বেলু অবসান হইতেছে ; আমার রাগ থাকিতে কি সূৰ্য্যকে অস্ত হইতে দিব ? ইহা অধৰ্ম্ম এব^ পেীল প্রেরিতের আজ্ঞার বিরুদ্ধ । অতএব তিনি কতকগুলিন মান্য ৰন্ধুকে নিকাতাসের সমীপে, হে মহাশয়, সূৰ্য্য অস্তু হইতেছে, এই কথামাত্র বলিতে পাঠাইলেন । নিকাতাস ইছা শুনিৰামাত্র অশ্রুপূর্ণ লোচনে বিশপ । с 3