পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষমাশীলতা । ❖ ፃ যেন না হয় ; কারণ আমাদের নমু ও ধীরমন হওয়া উচিত। আপনি জানেন, যিহুদার আজ্ঞানুসারে বিশেষ করিয়া বিচার করা আমাদের কৰ্ত্তব্য। আর একু পাশ্বে সুযোগ ও অন্য পাশ্বে শয়তান থাকিলে যদি ঈশ্বরের সহায়তা না থাকে, তবে বলুন, আমার কিম্বা আপনকার দশা কি হইবে ? ৭ । খ্ৰীযুক্ত শামুয়েল পিয়ার্স। এই ব্যক্তি বমি হাম নগরস্থ এক মণ্ডলীর অধ্যক্ষ ছিলেন । তিনি ডাক্তর কেরি সাহেবের তাত্মীয় বন্ধু প্রযুক্ত র্তাহার সহিত বঙ্গদেশে সুসমাচার প্রচার করিতে আত ইচ্ছুক ছিলেন, কিন্তু শারীরিক দুৰ্বলতাদ্বারা নিরারিত হইলেন। পরে তাহার পুত্ৰ শ্ৰীযুক্ত উইলিয়ম পিয়ার্স এই দেশে আসিয়া খুঁষ্টের রাজ্য স্থাপনার্থে অনেক বৎসর পর্য্যন্ত পরিশ্রম করলেন। শামুয়েল পিয়ার্স সাহেবের এই রীতি ছিল যে আপনার সাক্ষাতে পরনিন্দ করতে কাহাকেও দিতেন না, এল৭ অনাবশ্যক হইলে পরের দোষ প্রকাশ করিতেও দিতেন না | এক দিন দুই জন বন্ধু তাহার গৃহে আসিয়াছিলেন, তন্মধ্যে এক জন কোন কারণ বশতঃ বাহিরে গেলে অন্য ব্যক্তি র্তাহার বিরুদ্ধে কিছু বলিতে লাগিলেন। তাহাতে পিয়ার্স সাহেব বলিলেন, তিনি অদ্য এই স্থানে আছেন, অতএব গোপনে তাহার সহিত কথোপকথন করিয়৷ সেই দোষ প্তাহাকে জানাও ; তাহা করিলে তাহার পক্ষে ফলদায়ক হইতে পারে ।