পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* о পবিত্র আত্মার ফল । ধাৰ্ম্মিক বন্ধুর দ্বারা ক্ষতি পাষ্টয় তাহার সহিত বিবাদ করিতে উদ্যত হক্টলেন । তিনি আতিশয় রাগ করিয়া ঐ বন্ধুর সহিত সাক্ষাৎ করিতে গিয়া বিস্তারিত রূপে আপমার ক্ষতির বর্ণনা প্রকাশ করলেন, এব^ কটুকটব্য পূৰ্ব্বক তাহাকে নিন্দ করিতে র্তাহার মনস্থ ছিল, কিন্তু তাহা করণের অবকাশ পাইলেন না ; কেননা তাহার বন্ধু একেবারে আপন অপরাধ স্বীকার করিয়া বহু বিনতি পূৰ্ব্বক দোসের ক্ষম প্রার্থনা করিলেন ; তাহাতে তিনি আর কিছু বলিতে পারলেন না; সুতরা^ ঐ ব্যক্তিকে নিন্দা করণের, লাঞ্ছা পূর্ণ করিতে না পারাতে এক প্রকার অসন্তুষ্ট মনে স্বগৃহে প্রস্থান করিলেন । পথিমধ্যে তিনি মনে ২ কহিলেন, আমি পূৰ্ব্বে বুঝিয়াছিলাম, ধৰ্ম্মের অল্প গুণ অাছে, কিন্তু এই ক্ষণে বোধ হয় তাহাঁর অধিক গুণ আছে। আমি ঐ পাৰ্ম্মিক বন্ধুকে যেমন রাগের ও অহঙ্কারের কথা কহিরগছি, তেমন কথা যদি আমাকে কেহ কহিত, তবে উহার ন্যাঘ ধৈর্য্যাবলম্বন পূৰ্ব্বক সরল ও নমু ভাবে দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা ও পরিশোধের প্রতিজ্ঞা করা তামার অসাধ্য ইক্ট'ত | আমি উহার মৃদুতার পরিবৰ্ত্তে রাগ করিতাম, ও উহার নমুতার পরিবর্ক্সে অহস্কারী হমতাম। সুতরাণ ঐ ব্যক্তির ও অামার ভাবের অনেক বিভিন্নতা আছে । উনি যে ধৰ্ম্মের আশ্রিত তাহার বিশেষ গুণ অবশ্য অাছে, তৎপ্রযুক্তই উনি আমাহইতে নমু ও সুশীল ও শ্রেষ্ঠ হইয়াছেন। আমি পূর্বে ইহা বিৰেচনা করি নাই ; কিন্তু সম্রতি আমার বিবেচনা করা ও নমু হওয়া উচিত।