পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११ পবিত্র আত্মার ফল । লোকের দাস আসিয়া কহিল, আমার প্রভু আপনাকে তাহার বাগানে কিম্বা ক্ষেত্রে বেড়াইতে নিষেধ করিতেছেন। ইহা শুনিয়া তিনি উত্তর করিলেন, তোমার প্রভুকে আমার প্রণাম দিয়া জানাও, তিনি আমার বাগানে আসিলে আমি সন্তুষ্ট হইল, আর আমার গৃহে পদাপণ করিলে অামি আরো আনন্দিত হইব । এই কথা শুনিয়া সেই ধনি লোক প্রেমসাগরে নিমগ্ন হইয়। র্তাহার সহিত চিরবন্ধুতা করিল। ১৫ । তাড়নাগুস্ত খ্ৰীষ্টিয়ান ব্যক্তির বিবরণ । এক জন দুরাত্মা দেবপূজক এক জন খ্ৰীষ্টিয়ানকে অতিশয় নির্দয় রূপে বেত্ৰাঘাত করত বলিল, তোর নিমিত্ত্বে খ্ৰীষ্ট কি করিয়াছেন ? সে উত্তর করিল, তোমার এই নিষ্ঠুর আচরণ ক্ষমা করণের শক্তি আমাকে দিয়াছেন । --e-r-so ৭ অধ্যায় । नाम ५ नि छनष्ठः । ১ । তাড়নাগুস্তা নারীর বিবরণ। তাড়নার সময়ে একটি ধাৰ্ম্মিক স্ত্রী বলিতেন, অামার কখন অকুলান হইবে না, কারণ ঈশ্বর আমার কুলান করিয়া দিবেন । কিছু দিন পরে সেই স্ত্রী ধৰ্ম্মোপদেশ শ্রবণ প্রযুক্ত কোন শতুকর্তৃক ধৃত হইয়া এক জন আধাৰ্ম্মিক বিচারপতির নিকটে আনীত হইলে বিচারপতি