সাহস ও নির্জাত । * {} র্তাহাকে বলিলেন, আঃ ! এ বার তোকে পাইয়াছি। তোকে ধরিতে অনেক দিন অবধি আমার চেষ্টা ছিল । এই ক্ষণে কারাগারে পাঠাইয়া দি ; সেখানে কি রূপে আহার পাবি ? ইহা শুনিয়া ঐ স্ত্রী বলিল, আমার স্বৰ্গস্থ পিতার অভিমত হইলে আপনকার মেজহইতে আহার পাইতে পারি। পরে তাহার কথানুসারে ঘটিল; অর্থাৎ ঐ বিচারকত্তার পত্নী তৎকালে সেথানে উপস্থিত থাকাতে উক্ত ধাৰ্ম্মিক স্ত্রীর স্থৈৰ্য্যে বিস্ময়াপন্ন। হইয়া দয়াপূৰ্ব্বক তাহণকে খাদ্য দ্রব্য যোগাইয়া দিতে লাগিলেন ; তাহাতে সে যত দিন কারাগারে ছিল, তত দিন তাহার কিছু অকুলান হইল না। অার পরমেশ্বর ঐ দয়ালু কত্রীর মন ফিরাইয়। তাছাকে পরিত্রাণের পাত্র করিলেন । ২ । বিশপ হুপর । ইংলণ্ডীয় মেরী নাম্নী মহারাণী রোমাণ কাথলিক ধৰ্ম্মে অতি দৃঢ় রূপে আসক্ত থাকাতে র্তাহার রাজত্বকালে অনেক ধাৰ্ম্মিক লোকের প্রাণদণ্ড হক্টত ; তাহাদের মধ্যে উক্ত বিশপ ছপর এক জন। তাহাকে দগ্ধ করণের তাজ্ঞা দত্ত হইলে এক জন বন্ধু তাহাকে বলিল, যদি আপনি রোমাণ কাথলিক ধৰ্ম্ম স্বীকার করেন, তবে অনায়াসে অপমৃত্যুহইতে রক্ষা পাইয়া সুথে জীবন ধারণ করিতে পারিবেন । বিবেচনা করুন, মৃত্যু তিক্ত, জীবন মধুর। ইহা শুনিয়া হাপর সাহেব উত্তর করিলেন, আগামি মৃত্যু আরও তিক্ত, এব^ আগামি জীবন আরও মধুর। আমি তোমাদিগের সমীপে যে সত্য ধৰ্ম্ম প্রচার করিয়াছি, H
পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।