পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ 8 পবিত্র আত্মার ফল। তাহা অস্বীকার করিতে পারি না । বরণ ঐহিক জীবন হেয় জ্ঞান করিয়া মৃত্যুর যন্ত্রণা ভোগ করিতে প্রস্তুত আছি। পরে তিনি যখন দগ্ধ হওনার্থে শূলে বদ্ধ হইতেছিলেন, তখন মহারাণীর ক্ষমাপত্র সম্বলিত একটি কোট র্তাহার সম্মুখে স্থাপিত হইলে তিনি উচ্চৈঃস্বরে বার ২ এই কথা কহিলেন, যদি তোমরা আমার পারমার্থিক মঙ্গল চাও, তবে এটা লইয়া যাও । ৩ । হাপসি বাদ্যকর। জামেকা উপদ্বীপস্থ এক জন ভদ্র ব্যক্তির গৃহে শাম নামক এক জন হাপসি দাস্য বৃত্তি করিত। যদ্যপি সে ক্রীত দাস ছিল, তথাপি আপন প্রভূর গৃহে থাকিয়া বেহারার কৰ্ম্ম করিত, সুতরাণ, তাহার বড় ক্লেশ হইত না। সে সেতারা যন্ত্র উত্তম ৰূপে বাজাইত, এই জন্যে হাপসি ও ই°Nরাজদিগের আমোদ প্রমোদ করণ সময়ে তাহাকে আহ্বান করা যাইত। তৎপরে সে এক দিন অনন্ত জীবনের বাৰ্ত্তা শুনিয়া মনে চেতনা পাইয়। খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিল , তাহাতে সে আপন সেতারাকে ফাদস্বরূপ জ্ঞান করিয়া ভাঙ্গিয়া ফেলিল ; কেননা সে ভাবিল, যদি আমি ইহা না ভাঙ্গিয় কেবল বিক্রয় ৰুরি, তৰে কি জানি, সেই টাকাদ্বারা অন্য একটা সেতারা কিনিব। কিছু দিন পরে তাহার প্রভূ তাহাকে বলিলেন, অল্প দিনের মধ্যে কোন কার্য্যের নিমিত্তে তোমাকে সেতার বাজাইতে হইবে। ইহা শুনিয়া সে বলিল, ও সাহেব, আমার সেতারা ভাঙ্গিয়াছে। ইহাতে প্রভু বলি