পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ሣ & পবিত্র আত্মার ফল । প্রায় অদ্ধেক লোক তদনুযায়ি কৰ্ম্ম করাতে নিত্য ২ ধৰ্ম্মালয়ে যাইয়া উপদেশ শ্রবণ করিতে লাগিল । অনন্তর তাহার প্রভু এই কথা শুনিয়া অতিশয় রাগাম্বিত হইয় তাহাকে ডাকাষ্টয়া বলিলেন, তুই আমার দাসদিগকে কেন দুঃখ দিতেছিস ; প্রার্থনাকারি দাসগণেতে আমার প্রয়োজন নাই। ইহাতে শাম বলিল, বোধ হয় তাহারা বড় দুঃথিত নয় ; তাহারণ কি পূৰ্ব্বাপেক্ষ কৰ্ম্মে অধিক তুটি করে ? কিম্বা তাহারা কি অবাধ্য হইয়াছে ? ইহা শ্রবণ করিয়া প্রভু কহিলেন, এ তোর কৰ্ম্ম নয় ; তুই আমার লোকদিগকে আর দুঃথ দিস না । শাম উত্তর করিল, হে প্রভো, আমি একটি কথা কহি। ষে পারমার্থিক অন্নেতে আমার মন তৃপ্ত হয়, সেই অন্নেতে আমার হাপসি ভুাতৃগণের মন তৃপ্ত হইতে পারে। আর নরক এড়াইলে যেমন আমার মঙ্গল হয়, তেমন উহাদেরও মঙ্গল হয়। আর স্বৰ্গ যদি আমার পক্ষে উত্তম স্থান, তবে উহাদের পক্ষেও উত্তম স্থান। আমি প্রার্থনা করিয়া থাকি ; বিশেষতঃ আপনকার নিমিত্ত্বেও করিয়া থাকি। বোধ হয় মহাশয় আপনি যদি এক বার গিয়া উপদেশকের বাক্য শ্রবণ করেন, তবে অার কথন বিরত হইবেন না । ইহা শুনিয়া তাহার প্রভূ অধৈর্য্য হইয়া শামের নিন্দা করিয়া রাগপূৰ্ব্বক তাহাকে বিদায় করিলেন। শাম যে কঠিন বেত্ৰাঘাতের আশঙ্কা করিয়াছিল, তাহার পরিবত্ত্বে কেবল নিন্দিত হওয়াতে আনন্দমনে প্রস্থান করিয়া, এখন আমি ঈশ্বরোদেশে কি করি ? এমন চিন্তা করিতে লাগিল। তাহার প্রভুর আর ২