পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও নিৰ্ভয়ত । * * তালুক ছিল, তাহাতে নুনাধিক দুই সহসু হাপসি দাস চাস বাস করিত । শাম তাহাদের মঙ্গলার্থে বিবেচনা করিয়া দৈৰসিক কৰ্ম্ম সমাপ্ত হক্টলে তাহার মধ্যে কোন তালুকে গোপনে গিয়া লোকদিগকে একত্র করিয়া প্রভুর কথা কহিত, এব^ উপদেশকের বাক্য শ্রবণ করিতে তাহাদিগকে প্রবৃত্তি দিত। সে এই রূপ কৰ্ম্ম সপ্তাহে দুই তিন বার করিত। শনিবার তাহার ছুটী হওয়াতে সে কোন দূরস্থ তালুকে গিয়া তত্রস্থ হাপসিদিগকে ললিত, আইস অমর কল্য রবিবার উপদেশকের নিকটে যাক্টয়া উপদেশ শুনি । তাহার এই রূপ শ্রম করাতে প্রায় পাচ শত লোক শ্রোতা ষ্টল, তন্মধ্যে চল্লিশ জন কোন মণ্ডলীতে গৃহীত হইয়া ধৰ্ম্মাচরণ করিতে লাগিল । অপর কোন কারণ বশতঃ তাহাদের উপদেশককে কিয়খকালের নিমিত্তে দেশান্তরে মাষ্টতে হক্টলে তিনি এষ্ট হাপসিকে বলিলেন, অামার ভয় হয়, পাছে অামি মণ্ডলী ত্যাগ করিয়া গেলে পালকবিহীন পালের ন্যায় তোমাদের ক্ষতি হয়। ইহাতে শাম উত্তর করিল, প্রধান মেষপালক সৰ্ব্বদা নিকটবৰ্ত্তী। যদিও উপদেশক মহাশয় যান, তথাপি প্রভূ যীশু খ্ৰীষ্ট যাইবেন না ; আর আমরা দুৰ্ব্বল বটি, কিন্তু প্রভূ যীশু খ্ৰীষ্ট বলবান । ৪। খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বি এক জন তুৰুক লোকের বিষয় । পশ্চাল্লিখিত বিবরণে ঐশ্বরিক বাক্যের গুণ এব^ বিপত্তিকালীন প্রভুর প্রতি প্রেমের প্রাবল্য প্রকাশ পায় । 11 3