পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓbr পবিত্র আত্মার ফল । নুনাধিক চল্লিশ বৎসর হইল স্মিন নামক নগরে একরূপ ব্যৱসায়ি এক জন তুরুক ও এক জন গ্রীক পরল্পর অতি নিকট বাস করিতেন। উক্ত তুরুক মিতুলীনী উপদ্বীপে জন্মিয়াছিলেন, এই জন্যে গ্রীক ভাষা উত্তম রূপে জ্ঞাত ছিলেন। আর উক্ত গ্রীক আথেন্স নগরহইতে আসিয়াছিলেন, আর চতুর্দশ বৎসর বয়স্ক কনিষ্ঠ ভুতি। তাহার সঙ্গে দোকানে ছিলেন। ঐ তুরুক বার ২ আপনার গ্রীক প্রতিবাসিকে দেথিতে যাইতেন। এক দিন তথায় গেলে কেবল ঐ বালক ঘরে ছিলেন, আর তিনি ধৰ্ম্মপুস্তক পাঠ করণে সমপূর্ণরূপে নিমগ্ন ছিলেন । তুরুক তাহাকে অন্যমনস্ক দেখিয়! কিঞ্চিৎ অসন্তুষ্ট হইয়া জিজ্ঞাসিলেন, এ পুস্তকের নাম কি ? ইহাতে ঐ বালক এক প্রকার অবহেলা পূৰ্ব্বক উত্তর করিলেন, এ আমাদের কেতাব অর্থাৎ শাস্ত্র। অপর আরও কিঞ্চিৎ কথোপকথন হইলে ঐ তুরুক বাহিরে গেলেন । যাইবামাত্র বালকের জ্যেষ্ঠ ভু্যতা আসিয়া কথোপকথনের সার বুঝিয়া কনিষ্ঠকে বিস্তুর তিরস্কার করিয়া বলিলেন, তুমি কি করিলা? ঐ তুরুককে খ্ৰীষ্টিয়ান হইতে বলিলা ? উনি যদি আমাদের নামে নালিশ করেন, তবে আমরা মারা পড়িলাম। আমরা কারাবদ্ধ হইব, এব^ আমাদের সমস্ত ধন লুষ্ঠিত হইবে, বর^ প্রাণও যাইতে পারে। ভুাতার এই রূপ তিরস্কারে সেই যুবক কাপিতেছিলেন, ইতিমধ্যে উক্ত তুরুক প্রত্যাগমন পূৰ্ব্বক তাহাকে অধৈর্য্য দেথিয় তাহার কারণ জিজ্ঞাসা করিলেন। তখন জ্যেষ্ঠ ভুতি) বাহিরে গিয়াছিলেন ; অতএব সেই যুবক