সাহস ও নির্ভয়ত । Þ Ꮌ ছল ভাবিয়া অারও সন্দেহ করিল। অতএব ঐ তুরুক যে ২ আখড়াতে গেলেন, সেই সকল আখড়ার লোকেরা ভয় পাইয় তাহাকে দূর করিল। শেষে বনবাসি কোন বৃদ্ধ উদাসীনের সহিত সাক্ষাৎ হইলে সেই বৃদ্ধের অন্তঃকরণ দয়ার্দু হইল বটে, তথাপি তিনিও তথাকার কোন মঠের অধীন হওয়া প্রযুক্ত মঠ নিবাসিদের সম্মতি ব্যতিরেকে র্তাহার সাহায্য করিতে অপারক ছিলেন, অতএব তিনিও তাহাকে বিদায় করিলেন । তৎকালে ঐ বুদ্ধের সঙ্গে এক জন যুব পুরোহিত ছিলেন, তিনিও বিদায় হইলে ঐ কুরুক তাহার সমভিব্যাহারে চলিলেন, এব^ যাক্টতে ২ নীরব থাকিয়? অনেক ক্ষণ আশ্রপাত করিলেন । ইহ দেথিয়া উক্ত পুরোহিত বলিলেন, তুমি কি সরল মনে খ্ৰীষ্টিয়ান হইতে ইচ্ছা কর । ইহাতে তুরুক বলিলেন, সত্য বটে। পরে সেই পুরোহিত বলিলেন, যদি এমন হয়, তবে আমার সঙ্গে অাক্টস ; আমি তোমাকে একটি গোপনীয় স্থান দেখাই, সেই স্থানে রৌদ্র ও বৃষ্টি ও শীতহইতে যৎকিঞ্চিৎ রক্ষণ পাইবা, আর আমি প্রতিদিন কিঞ্চিৎ থাদ্য দ্রব্য আনিয়া তোমাকে শিক্ষণ দিব । তদনুসারে সেই কুরুক উক্ত গোপনীয় স্থানে কএক মাস থাকিয়া শারীরিক ও পারমার্থিক আহার প্রাপ্ত হইতেন। পরে ঐ বৃদ্ধের সহিত পুনৰ্ব্বার সাক্ষাৎ হওনানন্তর বাপ্তাইজিত * হইয়। তদবধি দুই তিন বৎসর অাথসে বাস করিলেন । অনন্তর মিতুলনীতে র্তাহার যে বৃদ্ধ মাতা ও এক জন
- বাপ্তাইজিত। কেহ ২ বলে, এই শব্দের অর্থ কেবল অবগা- • fহত ; আর কেহ ২ বলে, তাহ স্নান কিম্বা ছিটান।