পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケペ পবিত্র আত্মার ফল । ভুতি ছিলেন, তাহাদের অবস্থা বিষয়ে অতিশয় ভাবিত হওয়াতে তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করণার্থে আপনার ঐ জন্মস্থানে ফিরিয়া যাইতে স্থির করিলেন। তৎকালে মিতুলনী উপদ্বীপের সমুখস্থ সমুদ্রতীরে কিদোমীয়া কিম্বা হাইবালি নগর নামক গ্রীক লোকদের একটি প্রসিদ্ধ বাণিজ্যের স্থান ছিল। সেই নগরে রাজকৰ্ম্মে নিযুক্ত কতিপয় ব্যক্তি ব্যতিরেকে আর কোন মহম্মদি লোক বাস করিত না । অতএব ঐ তুরুক লোক জলপথে আথসহইতে সেই কিদোনিয়া নগরে নিরাপদে গিয়া নিকটৱৰ্ত্তি মিতুলীনী উপদ্বীপে গমনার্থে অন্য নৌকাতে আরোহণ করিলেন, কিন্তু দুঃখের বিষয় এই যে সেই নৌকাতে এক জন পরমিট সরকার ছিল ; সে তাহাকে চিনিয়া র্তাহার পরিচয় দিল। তাহাতে একেবারে জিজ্ঞাসা হইলে তিনি উত্তর করিলেন, আমি খুঁষ্টিয়ান হইয়াছি, এব^ যাবজ্জীবন খ্ৰীষ্টিয়ান থাকিব। ইহাতে তিনি ধৃত হইয়া মায়ীষিয়া নগরস্থ কারাগারে বদ্ধ হইয়া অতিশয় যন্ত্রণ পাইলেন ; তথাপি তাহার মতির বৈলক্ষণ্য হইল না। এই দুর্ঘটনার সমাচার শুনিয়া কিদোনিয়া নিবাসি গুষ্টিয়ানের অতিশয় দুঃথিত হইল, বিশেষতঃ তথাকার অতি প্রসিদ্ধ বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ গ্রেগরি আপন ছাত্রগণকে বলিলেন, আইস আমরণ র্তাহার নিমিত্তে প্রার্থনা করি ; এব^ যদি পারি, তবে যাহাতে কারাগারে তাহার কিছু সাম্ভুনা হয়, এমত কোন উপায় স্থির করি। তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই অভিপ্রায়ে প্রাণপণ করিতে উদ্যত অাছে ? ইহাতে