পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭽ8 পবিত্র আত্মার ফল। রাথিতে র্তাহীদের মনস্থ ছিল। এই সকল দেখিয় স্কঞ্জেস আতিশয় দুঃখিত হইলেন, তথাপি দুই প্রহর রাত্রি পর্য্যন্ত নীরব থাকিলেন। পরে অন্য সকল বন্দিকে নিদ্রিত দেখিয়া ধীরে ২ ঐ তুরুকের কাছে আসিয়া বলিলেন, হে ভাই, সকল টুষ্টিয়ান লোক তোমার দুঃথে অতিশয় দুঃথিত আছে, আর তোমার মুক্তির জন্যে যথাসাধ্য চেষ্টা করিতেছে। তোমার বিশ্বাস যাহাতে স্থির থাকে, এমত প্রার্থন। তাহারা নিত্য ২ করিতেছে, এবপ\ তোমাকে সাস্তুনা দিতে আমাকে এই স্থানে পাঠাষ্টয়াছে । ইহাতে ঐ দুঃখগ্ৰস্ত ব্যক্তি উত্তর করিলেন, অামি তোমাদের প্রেমের জন্যে কৃতজ্ঞ আছি ; আর ঈশ্বরের ধন্যবাদ হউক, আমার সাম্বুমার অভাব নাই , আমি শেষ পর্য্যন্তই স্থির থাকিব। আর তিনি মেরূপ বলিলেন, তদ্রুপ ঘটিল। তুরুক শাসনকৰ্ত্তারা তাহাকে কনস্তান্তানপুর নগরে লইয়া গিয়া বলিলেন, যদি তুমি পৈতৃক ধৰ্ম্ম পুনৰ্ব্বার স্বীকার কর, তবে মুক্ত হইয়। সুন্দরী স্ত্রী ও মহাধন পাইবা । ইহার কিছুতেও তিনি চঞ্চল হক্টলেন না। পরে তাহাকে অধিক যন্ত্রণ দিলেও স্থির থাকিতে দেথিয়া অবশেষে তাহার শিরশেছদন করাইলেন । ৫ । তুৰুক দেশীয় আর এক জনের কথা । তুরুক দেশস্থ গ্রীক মতাবলম্বি গুষ্টিয়ান লোকদের মধ্যে যদি কেহ মহম্মদী হইয়া পশ্চাৎ অনুতাপ করে. তবে সে আর বার ঐ মণ্ডলীতে গ্রাহ্য হইতে পারে না ;