পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও নিৰ্ভয় তা । br@ কারণ গ্রাহ হইলে তুরু কদের হটতে সকলের প্রতি ভয়ানক ক্রোধের সম্ভাবনা অাছে। ক এক বৎসর হক্টল আথানাসিয় নামে এক যুব লোক খ্ৰীষ্টধৰ্ম্ম অস্বীকার করিয়া মহম্ম দী হইয়াছিল ; পরে চেতনা পাইয়। অনিৰ্ব্বচনীয় মনস্তাপ ভোগ করিলে তাহার স্বজাতীয় লোকেরা তাহাকে গ্রাহ্য করিতে নিতান্ত অসম্মত হঠয়া কেবল আপনার অনুতাপ প্রকাশ করণের পরামর্শ দিল । এই পরামর্শানুসারে চলিলে কেবল প্রাণদণ্ডের অপেক্ষ। ছিল, তথাপি সেই ব্যক্তি স্মিন নগরস্থ তুকুক শাসনকৰ্ত্তার সাক্ষাতে মহমুদি সৰ্ম্ম অস্বীকার করল, এব°N সেই শাসনকৰ্ত্তা তাছাকে ক্ষিপ্ত বলিয়। তাহার প্রাণরক্ষা করিতে চেষ্টা করিলে স্লষ্টৰূপে লোক সমূহের সাক্ষাতে কহিল, আমি ক্ষিপ্ত নষ্ট, বিবেচনা পূর্বক বলিতেছি, আমি মহম্মদ সম্ম ত্যাগ করলাম ; ইহাতে যদি আমার প্রাণ যায়, তবে তাহাতে সম্মত আছি। অপর তুরুকের তাহাকে কহিল, মহম্মদী থাকলে তোমার প্রাণরক্ষা ও ভূম্যাদি মহাধন হইবে। ইহাতেও সে নিশ্চল থাকলে শাসনকৰ্ত্ত জল্লাদকে কহিল, তুমি প্রথমে উহার গলদেশের ক্ষুদু মাPNসথগু কাট ; কি জানি তাহাতে সে বিবেচন। করবে। ইহাও নিস্কুল হইল, কেননা সেই ব্যক্তি হাট পাতিয়া কহিল, আমার প্রাণ গেলেও আমি যীশুকে আর ছাড়িব না। তাহাতে তৎক্ষণাৎ তাহার শিরশেছদন হইল ।