পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

区”や পবিত্র আত্মার ফল । শু। পাসিফিক সমূদ্রের উপদ্বীপস্থ এক ব্যক্তির বিবরণ। ঐ উপদ্বীপ নিৰাসি লোকেরা যখন নরবলি দিত, তথন কখন ২ তন্নিমিন্তে গ্ৰীষ্টিয়ান লোকদিগকে ধরিত । এক জন সুন্দর ও বুদ্ধিমান যুব লোক খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিলে র্তাহার পিতামাতা প্রভূতি জ্ঞাতিবগ প্রথমে তাহাকে পরিহাস করিতে লাগিল ; পরে তাহার কোন ফল ন৷ ইঠলে তাহাকে বলিল, যদি তুমি তামাদের সেবিত পৈতৃক ধৰ্ম্ম পুনৰ্ব্বার গ্রহণ কর, তবে তোমাকে বহু ধন সমুন্তি দিন । ইহাতেও তিনি সম্মত ন হইলে তাহার প্রতি নিষ্ঠুর আচরণ করিতে শপথ করিয়া পৈতৃক গৃহহঠতে তাহাকে দূর করিল । পরে ইহাতেও সন্তুষ্ট না হকীয় খ্ৰীষ্টধৰ্ম্মের দ্বেষ নাশতঃ তাহাকে বধ করিতে মনস্থ করিল। তৎকালে কোন পৌত্তলিক পৰ্ব্ব সন্নিকট হওয়াতে নরবলির প্রয়োজন ছিল । তাহাতে তাই াকে বলিদান করিতে তাহারণ সকলে একবাক্য হইল । কেননা তাহার। এমত বোধ করিল, সেই ব্যক্তি আমাদের দেবতার শত্র, অতএব অন্যান্য বলি অপেক্ষ তাহাকে দিলে দেবতা প্রসন্ন হইবে, আর আমাদের প্রতিহিংসার অপকাড়াও পূর্ণ হইবে । ঐ পদের পূৰ্ব্বদিলস সন্ধ্যাকালে পূৰ্ব্বোক্ত যুবা ব্যক্তি আপন ব্যবহারানুসারে ঈশ্বরণরাধনা করিতে কোন নিৰ্জ্জন স্থানে গিয়াছিলেন । তথায় তিনি ধৰ্ম্মবিষয় ধ্যান করিতেছিলেন, এমত সময়ে পুরোহিত ও অধ্যক্ষদের