পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

যে ব্যক্তি কোন বিষয় শুনিবার পূর্ব্বে তাহার

বিচার করে সে জ্ঞানী নহে।

পরিত্রাণের কেবল মাত্র পথ।

অথবা

আদি ধর্ম্মপুস্তক উদ্ধার।

অর্থাৎ

ইদানিন্তন মহাত্মাদের প্রভু য়িশু খ্রীষ্টের আদি

মতের বিশেষঃ ব্যাখ্যা

আমেরিকান পাদরি এবং ইটালিএন ও সুইস্ এবং

ভারতবর্ষীয় খ্রীষ্টীয় মণ্ডলী সকলের অধ্যক্ষ

শ্রীলারেঞ্জো সাহেব কৃত ইংরাজি পুস্তক

হইতে বঙ্গভাষায় অনুবাদিত হইল।

কোন পথ ভ্রমণকারী মূর্খ হইলেও তাহার কুপথে

যাইবার আবশ্যক নাই।

ধর্ম্ম ঘোষক উইলেম উইল্স ও
জোসেপ্ রিচার্ড।
আই. পি. মিক্‌—সম্পাদক
কলিকাতাস্থ মণ্ডলী।

কলিকাতা

কলম্বিয়ান্‌ যন্ত্রে মুদ্রাঙ্কিত হইল।

ইং ১৮৫২ সাল।