পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぬ8 পরিব্রাজকের বক্তৃত। গভর্ণমেন্টের সাহায্যে পোষ্ট-আফিশ, টেলিগ্রাফ, রেলওয়ে প্রভৃতি হওয়ায়, ক্ষণাৰ্দ্ধ মধ্যে যেখানে সেখানে বসিয়া ভারতবর্ষের সকল স্থানের সহিত সহযোগিতা ও সম্পর্কস্থাপন করিতে পারা যায়। ভাল মন্দ যেখানেই যাহা ঘটিতেছে, ঘটনা যেমন দূরান্তর দেশে হউক না কেন, নিশি পোহাইতে না পোহাইতে, সংবাদ-পত্রে তারের সমাচারে সসাগর। বস্থঙ্করার চারিদিকে তাহার প্রতিধ্বনি ব্যাপ্ত হইয়। পড়ে। একজন মহানুভবের মনে একটা মহদ্ভাবের তরঙ্গ উঠিল, অমনি বিদ্যুৎ-প্রবাহে তাহা সকল দেশের সকল মনের ভিতর দিয়া ছুটিল। ভগবান শঙ্করাচার্য্য, পূজ্যপাদ শ্ৰীমদৃগৌরাঙ্গ মহাপ্ৰভু প্রভৃতি জীবের উদ্ধারার্থ নগরে নগরে ভ্রমণ করিয়া যে মনোহর স্বরে গগন পরিপূরিত করিয়াছিলেন, যদিচ সে স্বরে গান ধরিবার লোক এক্ষণে কেহ বিদ্যমান নাই, কিন্তু তাহদিগের স্বরের প্রতিধ্বনি করিলেই এখন যথেষ্ট হইবে । উrহদিগকে পদব্রজে কত ক্লেশ সহ্য করিয়া, কত বিলম্বে, কত দেশ ভ্রমণ করিতে হইয়াছিল। এক্ষণে রেলওয়ে, ধীমার প্রভৃতি সেই ক্লেশ-রাশি দূর করিবার অনেক সাহায্য করিতেছে। তাহদিগের দেশে দেশে যাইতে বিলম্ব লাগিত বটে, কিন্তু কার্য্যসাধনে বর্তমান কালের মত কাল-বিলম্ব হইত না । তখন আচার্য্যগণ এক এক মওলাধিপতির, এক এক ধৰ্ম্মমত-প্রবর্তকের, এক এক শাস্ত্রমার্গ-নেতার সহিত কিছু ক্ষণ বা কয়েক দিন ধরিয়া শাস্ত্রার্থ বিচার করিয়াছেন, এবং তাহাকে নিজ মতে আনয়নের সঙ্গে সঙ্গে তন্মতানুবতী সহস্ৰ সহস্ৰ লোক সেই পথে আপনি আসিয়া গিয়াছে। কিন্তু এখনকার