পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

කර්‍ම পরিব্রাজকের বক্তৃতা। উদ্ভেদ করিয়া, সরল ভাষায়, সরল ভাবে, অধিকারী লোকমণ্ডলীতে তাহ প্রকাশ করিতে হইবে। অনুষ্ঠানে—সাধনে স্বয়ং প্রবৃত্ত হইতে ও অন্যকে প্রবর্তিত করিতে হইবে । প্রেমের স্বরে আপনি গাইয়া, প্রেমের তালে আপনি নাচিয়া, প্রেমের ভাবে আপনি মাতিয়া, প্রেম-সাগরে আপনি ডুবিয়া অন্যকে গাওয়াইতে, নাচাইতে, মাতাইতে ও ডুবাইতে যত্ব করিতে হইবে । যে দেশে, যে গ্রামে, লোকমণ্ডলী নিবাস করিয়া থাকে, সেই খানেই সৎসভা-সমিতির সুচনা করিতে হইবে। সুযোগ্য ব্যাখাতার ধৰ্ম্মোপদেশে, ভগবানের নামানুকীৰ্ত্তনে সভার কার্য্য,ক্ষত্ৰ সৰ্ব্বদা স্বপ্রতিষ্ঠিত থাকিবে । সাময়িক পত্রের দ্বারা, পুস্তকাদির দ্বারা,-ধৰ্ম্মকথা অধিক পরিমাণে সাধারণের উপযোগী করিয়া প্রচার করিতে হইবে। যে স্থানে বেদের শিক্ষা, অন্যান্য শাস্ত্রের শিক্ষা, ধৰ্ম্মার্থ-পূর্ণ স্থনীতি-শিক্ষা উত্তমরূপে প্রদত্ত হইতে পাৱে, এরূপ বিদ্যালয়-সমূহ সংস্থাপন করিতে হইবে। সাধক, সিদ্ধ মহাত্মাগণের আদর্শ-রেখা যাহাতে মানব হৃদয়ে জ্বলন্তরূপে অঙ্কিত হয়, স্বতঃ পরতঃ তাহার যত্ব করিতে হইবে। - হয়ত কেহ বলিবেন, কলিতে ধৰ্ম্মের পুনঃ প্রচার কখনই হইবার নহে, এ চেষ্টা বৃথা হইবে। আমরা স্বীকার করি, কলিতে ধৰ্ম্মের সংকোচ হইবে, কিন্তু ধৰ্ম্মের নাশ হইবে না । তাহাতে আবার ধৰ্ম্মের অতি সংকোচের সময় এখনও অতি দূরবর্তী। ধৰ্ম্মের যেমন হ্রাস হইয়াছে, আবার বৃদ্ধি হইবে। তৎপরে পুনৰ্ব্বার হ্রাস, পুনৰ্ব্বার বৃদ্ধি, ক্রমে হ্রাসের ভাগ অধিক এবং বৃদ্ধির বেগ অল্প হইতে হইতে,