У о о পরিত্রাজকের বক্তৃতা। কেন ? কুপের জলের গভীরতা ছিল, বিস্তার অধিক ছিলনা। মাঠের জলের বিস্তার অধিক, কিন্তু গভীরতা নাই, তাই গভীর জলকে অধিক বোধ হইল এবং মাঠের জল অত্যন্ত্র বলিয়া অনুমিত হইল। কিন্তু বস্তুতঃ জলের পরিমাণ কি কুপ হইতে ক্ষেত্রে অল্প ছিল ? সেইরূপ ভগবানের সঞ্চারিত সমগ্ৰ ধৰ্ম্মসাধনশক্তি সত্যযুগের প্রথম স্বই অল্প লোকের মধ্যে থাকায় গুরুগভীরতায় অধিক বোধ হইত, এবং প্রকৃতির নিয়মিত ও পরিমিত সেই শক্তি স্বষ্টির বৃদ্ধি ও বিশালতার সঙ্গে সঙ্গে লোক-সংখ্য—জীব-সংখ্য— অধিক হওয়ার সঙ্গে সঙ্গে যত পরিমাণে অধিক বিস্তুত হইয়। গিয়াছে ও হইয়। যাইতেছে, ভৌতিক প্রকৃতি, ভৌতিক আকৃতি, ভৌতিক আয়ুষ্কাল, ও ভৌতিক সামর্থ্য তত পরিমাণে বিস্তুত হইয়া দুৰ্ব্বল ও অল্প বলিয়া বোধ হইতেছে। অল্প লোক-ব্যাপ্ত সত্যযুগের শক্তি ও বহুলোকব্যাপ্ত কলিযুগের শক্তি একত্র করিয়া তুলা-দণ্ডে ধরিলে উভয়ের তারতম্য দেখা যাইবে না। একটা কূপে ২০ হাত জল থাকিলে লোকে বলে কূপে অনেক জল আছে, কিন্তু যদি একটা নদী লোকে হাটিয়া পার হয়, তাহ হইলে বলিয়। থাকে, নদীতে অল্প জল । কিন্তু বস্তুতঃই কি এ কথা সত্য ? নদীর উৎপত্তি-স্থান হইতে সঙ্গম-স্থান পৰ্য্যস্ত যত জল আছে, তাহা কি কুপের জল হইতে বহু পরিমাণে অধিক নহে? তবে লোকে কূপের জল অধিক ও নদীর জল অল্প বলিল কেন ? গভীরতা ও বিস্তারের মাত্রী-গণনাতেই লোকে এইরূপ বলিয়া থাকে, বস্তুতঃ পরিমাণের গণনায় নহে। সেকালৈ
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।