পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ovს পরিব্রাজকের বস্তৃতা। য়াছেন । ফলতঃ সত্যের মহাত্মারাও যেমন কল্যাণলাভ করিয়াছিলেন, কলির ভগবৎ-সেবকগণও সেইরূপ সিদ্ধমনোরথ হইবেন । শ্ৰীমদ্ভাগবতে লিখিত আছে— “কৃতে যদ্ধ্যায়তো বিষ্ণুং ত্রেতায়াং যজতোমখৈঃ। দ্বীপরে পরিচর্য্যয়াং কলে তদ্ধরিকীৰ্ত্তনাৎ ॥” বিষ্ণুপুরাণে উক্ত হইয়াছে— “क्षा िग्रन्। क्लाङ गछन्। गटेख्ताक्षठाग्रो घाँ%प्त३%ग्रन् । যদ্যপ্রেতি তদাপ্রোতি কলে সংকীৰ্ত্ত কেশবম্।” সত্যযুগে বিষ্ণুর আরাধনা করিয়া, ত্রেতায় জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করিয়া, দ্বীপরে যজ্ঞেশ্বরের পরিচর্য্যা করিয়া, মানবগণ যে ফললাভ করিতেন, কলিযুগে হরিনাম-সাধনা করিয়া ও লোক সকল সেই মহাফল প্রাপ্ত হইবেন । আমরা কলিতে জন্মিয়াছি, যুগপ্রভাবে আমাদের যেমন বল, যেমন অধিকার, যতটুকু সামর্থ্য অাছে, তদনুসারে ধৰ্ম্মের অনুষ্ঠান করতে পারিলেই আমাদিগের মানব জন্ম সফল হইবে । বর্তমান কাল কলিযুগ বলিয়াই ঘৃণিত হইবে কেন ? শ্ৰীমদ্ভাগবতে লিখিত আছে— “কলের্দোষনিধে রাজয়স্তিত্যেকে মহুদগুণঃ। কীৰ্ত্তনাদেব কৃষ্ণস্ত মুক্তবন্ধং পরং ব্রজেৎ ॥ কলিং সভাজয়ত্ত্বাৰ্য্যাঃ গুণজ্ঞা: সারভাগিন: | ষত্র সংকীৰ্ত্তনেনৈব সৰ্ব্ব: স্বার্থোইপি লভ্যতে ॥* ছে রাজন ! কলি অশেষ দোষের আকর লইলে ও ইহার একটী মহৎ গুণ আছে এই যে, অন্যান্য যুগে বহুকষ্টে জীবের যে ভববন্ধন-মোচন হইত, কলিযুগে কেবল ভগবানের নাম