পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× ა თ পরিব্রাজকের বক্তৃতা। বার তোমাদের কুলজাত দুৰ্ব্বলাধিকারী কদাচারী আমাদের ন্যায় সন্তানগণের প্রতি কৃপাদৃষ্টি কর, তোমাদের সেই দিব্য তেজঃ, তোমাদের সেই পবিত্র বল, তোমাদের নিৰ্ম্মল বুদ্ধি, তোমাদের সেই স্বধৰ্ম্ম-সাধন-সামর্থ্য, তোমাদের সেই শক্তি, সেই ভক্তি, আমাদের হৃদয়ে সঞ্চারিত করিয়া দাও, তোমাদের আশীৰ্ব্বাদরূপ স্পর্শমণি-স্পর্শে লোহরূপ আমাদের মলিন মন নিৰ্ম্মল কাঞ্চন হইয়। যাউক । হে ধৰ্ম্মস্বরূপ ! হে পতিতপাবন ভগবন! তোমাকে বারংবার প্রণাম করি, তুমি এই পতিত ভারতে ধৰ্ম্ম-প্রচারের স্থপথ দেখাইয়া দাও। তোমার চিরসেবক ভারতবর্মীরুভার্থ হুইয়। যাইবে । ও হরিঃ ওঁ ।