পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ পরিব্রাজকের বক্তৃতা। ভূস্বরবর্গ ইহাই ব্রাহ্মণের লক্ষণ জানিয়া যে দিন আপনাদিগের হৃদয়কে পবিত্র ও উচ্চ করিয়া তুলিবেন, সেই দিনই বুঝিব, আৰ্য্যজাতির ব্রহ্মণ্যদেব শতসূর্য্য-বিজয়ী মহাতেজের সঞ্চার করিয়া ভারতের মুখ উজ্জ্বল করিবেন।

  • সভ্যং ব্ৰহ্মঃ তপোত্ৰহ্মঃ ব্রহ্মশেচঞ্জিয়নিগ্ৰহঃ । সৰ্ব্বভুতদয়া ব্ৰহ্ম এতদ ব্রাহ্মণলক্ষণম্ ॥ যোগস্তপোদমোদানং সত্যং শৌচং দয়াশ্ৰুতম্। বিদ্যাবিজ্ঞানমান্তিক্যমেতদৃ ব্ৰাহ্মণলক্ষণম্।” সত্য ব্রহ্ম, তপস্যাই ব্রহ্ম, ইন্দ্ৰিয়নিগ্রহ ব্ৰহ্ম, সৰ্ব্বজীবে দয়া ব্রহ্ম, এইরূপ সাধুদৃষ্টি, এবং যোগ, তপ, দম, দান, সত্য, শোঁচ, দয়া, বেদাভ্যাস, পরা বিদ্যা, ব্রহ্মানুভুতি, ও আস্তিক্য যে দিন আমাদিগের বর্তমান ব্রাহ্মণজাতি স্বরণস্বরবন্দিত আর্য্যজাতির এই দিব্যানুষ্ঠানগুলিকে ব্রাহ্মণের প্রকৃত লক্ষণ বলিয়া তত্তাবতের যথাযথ অনুষ্ঠান করিতে থাকিযেন, সেই দিনই বুঝিব, আর্য্যভাবরূপ-কল্পতরুর ছায়ায় সস্তুপ্ত ভারত সুশীতল হইবে।

“অর্জিবং ধৰ্ম্মমিত্যাহুরধৰ্ম্মে জিহ্ম উচ্যতে । আর্জবেনেহ সংযুক্তে নরো ধৰ্ম্মেন যুজ্যতে ॥” সরলতাই ধৰ্ম্ম, কপটতাই অধৰ্ম্ম, যিনি সরলতা অবলম্বন করেন, তাহার ধৰ্ম্মলাভ হয় ; ইহা জানিয়া যে দিন আমরা সরলাস্তঃকরণে সমস্ত কার্য্যে প্রবৃত্ত হইব, সেই দিনই আমা দিগের হৃদয়ে আৰ্যভাব পরিস্ফরিত হইবে। “নাস্তি সত্যসমেধিৰ্ম্মঃ ন সত্যাৎ বিদ্যতে পরম্। ন হি তীব্রতরং কিঞ্চিদনৃতাদিহ বিদ্যতে ॥”