পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিরাজকের বক্তৃত। وح جلالا যে শরীরের চিরকাল শুশ্রুষা করিলাম, যে শরীরের সম্বস্বীয় বর্গের সহিত চিরদিন আত্মীয়তা করিলাম, যে সকল লৌকিক বস্তু লইয়া চিরদিন ভুলিয়া থাকিলাম, সে সমুদয়ই শরীর-পাতের সঙ্গে সঙ্গে এইখানেই পড়িয়া থাকিবে, কেবল একমাত্র ধৰ্ম্মই স্বহৃদৃবৎ কল্যাণকারী হইয়া পরলোকে সহগামী হইবেন ; যে দিন এই বাক্যে দৃঢ় বিশ্বাস করিয়া ধৰ্ম্মই জীবনের সার বলিয়া ধারণা করিব, “নামুত্র হি সহায়ার্থং পিতা মাতা চ তিষ্ঠতঃ। ন পুত্র জ্ঞাতিন দারা ধৰ্ম্মস্তিষ্ঠতি কেবলঃ ॥ পরলোক-গমনকালে পিড, মাতা, পুত্র, দারা, জ্ঞাতি, কেহই কোন উপকারে আসেন না, এক মাত্র ধৰ্ম্মই কেবল সেই সময় প্রিয় বন্ধুর ন্যায় সহায়তা করিয়া থাকেন ; যে দিন এই কথার সারবত্তা বুঝিয়া সংসারে অনাসক্তচিত্তে সকল কাৰ্য্য করিব ও সৰ্ব্বথা ধৰ্ম্মের সেবা করিতে পারিব, "একাকী চিস্তয়েল্লিত্যং বিণিক্তে হুতমাত্মনঃ। একাকী চিন্তয়ানো হি পরং শ্রেয়োহধিগচ্ছতি ॥" নির্জন, নিৰ্ম্মল ও নিদ্বন্দ্ব স্থানে একাকী বসিয়া সৰ্ব্বদ। আত্মহিত চিন্ত করিবে, নানামতের লোকের সহিত বৃথা বাগ - বিবাদে মত স্থির করিতে না গিয়া একাকী স্থিরচিত্তে চিন্তা করিতে করিতে মনুষ্য পরম মঙ্গললাভ করিয়া থাকে ; যে দিন এই অগাধ জ্ঞানগম্ভীর উপদেশটী শিরোধাৰ্য্য করিয়া নিজ জীবনের পথ পরিষ্কার করিতে পারিব, সেই দিনই বুঝিব, আর্য্যপ্রকৃতির বিমল ভাতি ভারতের বাহ্যাভ্যন্তরে সঞ্চারিত হইল ।