ভারতের মূর্ছাভঙ্গ । ىD क्ल অতুল বলবীৰ্য্য, আপনার স্বগীয় ধৈর্য্য ও শৌৰ্য্য, আপনার তপোবীৰ্য্য-সস্তুত জ্ঞান-গাম্ভীৰ্য্য বিস্মত হইয়া, পরের কথায় আপনাকে কাঙ্গাল জানিয়া, পরের কথায় আপনাকে সৰ্ব্বাপেক্ষ। হীনবীৰ্য্য জানিয়া, পরের কথায় আপনাকে অমানুষ বোধ করিয়া, পরের কথায় আপনাকে আসভা ও অশিক্ষিত জ্ঞান করিয়া, পরের কথায় আপনাকে ধৰ্ম্মহীন, কৰ্ম্মহীন, বনের পশু অপেক্ষা ও জ্ঞানহীন বিশ্বাস করিয়া, নিজ উন্নতির জন্য সমুদ্র-পারে দ্বারে দ্বারে ভিক্ষা করিয়৷ বেড়াইতেছে! আপনাকে না জানিয়া হতভাগ্য ভারত আজ দুঃখের পরাকাষ্ঠার পদসেবা করিতেছে । নিজেরু, ঘর থাকিতে বাবুই পক্ষীর ন্যায় বর্ষার ধারায় ভিজিয়া মরিতেছে ! ন জানি, বিধাতার কোন বসু-তাড়নায় হতচেতন হইয়। ভারত এই বিভীষিক দেখি ○びg! 。 ৯ বাহা প্রকৃতি অস্তঃ- প্রকৃতির ধাত্রী। ত্রিগুণময়ী-প্রকৃতিসস্তুত দেহ ইন্দ্রিয় মনঃ প্রাণ লাভ করিয়া, মানব, যে স্থানের উপাদানে, যে স্থানের ভৌতিক প্ররতি-গুণে, যে স্থানের ক্ষিতাপতেজমরুদগগনে, লালিত পালিত ও পরিবৰ্দ্ধিত হয়, তথাকার বাহ্য প্রকৃতি তাহার শরীর ও মনকে নিজ অমুকুল করিয়। নিৰ্ম্মাণ করে। মানব তথাকার প্রকৃতির হাব-ভাবস্টোক্ষে বশীভুত হইয়া, সেই প্রকৃতির অঞ্চল ধারণ করিয়া, তাহারই ইঙ্গিতে উঠিতে বসিতে, তাহারই ভাষায় বলিতে কহিতে, তাহারই ধারায় দেখিতে শুনিতে, তাহারই ভাবে ভাবিতে বুঝিতে, তাহারই রসে ডুবিতে মজিতে, তাহারই
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।