পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS)b- পরিব্রাজকের বক্তৃতা। কোন গ্রামে একজন অতি দুর্দান্ত দুষ্ট কৃপণ ব্রাহ্মণ বাস করিত। ব্রাহ্মণের দৌরাত্ম্যে গ্রামবাসীমাত্রেই সদা চকিত ও ভীত থাকিত। ব্রাহ্মণ যাহা বলিবে, সে আজ্ঞা লঙ্ঘন করে কাহার সাধ্য ! তাহার কথা যে অমান্য ੱਚ, তাহাকে ব্রাহ্মণ বিবিধ প্রকারে অতিশয় উদ্বেজিত করিত ; সুতরাং ভয়ে ডরে সকলেই তাহাকে মানিত । একদিন ব্রাহ্মণের গৃহ-পালিত একটা বলীবর্দ (বলদ) মুমুযু দশাপন্ন হইল। ব্রাহ্মণ গরুটকে এখন মরে তখন মরে দেখিয়া ভাবিল, গরুচী মরিলেই ত উহাকে ফেলিবার জন্য অন্ততঃ একটী টাক ব্যয় হইবে, অতএব এটা বাচিয়া থাকিতে থাকিতে ইহা একটী ব্রাহ্মণকে দান করিয়া ফেলি, তাহাতে গোদানের ফল ও হইবে, এবং মৃত বলদ ফেলিবার ব্যয় ও লাগিবে না, যাহ। কিছু ব্যয় হয়, তাহ ব্রাহ্মণের ঘাড়েই পড়িবে। এই স্থির করিয়া একজন ব্রাহ্মণকে ডাকিয়া বলিল, আমি এই গরুটী তোমাকে দান করিতেছি, দুই আন৷ দক্ষিণ সহ ইহা গ্রহণ কর। ব্রাহ্মণ বলিল, গরুট যে মরে । তাহাতে দুষ্ট উত্তর করিল যে, মরে তোমার ঘরে মরিবে, শীঘ্ৰ লইয়। যা ও । ব্রাহ্মণ ভয়ে কোন উত্তর করিতে না পারিয়া একখানি গো-শকটে করিয়া গরুটকে বাড়ী লইয়। গেল ; এক ঘণ্টা অতীত হইতে ন হইতে গরুটী গতাস্ব হইল। এই ত গেল দুষ্ট ব্রাহ্মণের জন্মের মধ্যে দান-পুণ্য । ক্রমে তাহার কাল সমাগত হইল, যমরাজ-ভবনে যমদূতগণকর্তৃক পাশাবদ্ধ হইয়। জুরাত্মা নীত হইল। চিত্রগুপ্ত তাঁহার সমস্ত খাতা উলটি পালটি করিয়৷ দেখিলেন যে, ব্রাহ্মণের