ভারতে উৎসব | ×S)× জীবন পাপে চিরকলঙ্কিত, পুণ্যের মধ্যে কেবলমাত্র মুযুযুব্রাহ্মণকে বলিলেন, দেখ, তোমার জীবনে কেবলই পাপ, পুণ্যের মধ্যে কেবল একটা মুমুযু-গোদান। তাহাতে ব্ৰাক্ষ জিজ্ঞাসা করিল যে, এই পাপপুণ্যের ফল আমায় কিরূপে ভোগ করিতে হইবে ? যমরাজ উত্তর করিলেন, তোমার পাপের জন্য কোটীকল্প রৌরব ও কুন্তীপাক প্রভৃতি মহানরক ভোগ করিতে হইবে, এবং তোমার দানের গরুটী যতক্ষণ জীবিত ছিল, ততটুকু কালের জন্য অর্থাৎ একঘন্টার জন্য তুমি একটা স্বতীক্ষশৃঙ্গ হৃষ্টপুষ্টকলেবর বলিষ্ঠ বলীবর্দ পাইবে,.এই একঘণ্টার মধ্যে এই গরুটীর নিকট যাহ। চাহিবে তাহাই পাইবে, যাহা তাহাকে করিতে বলিবে, তাহাই সে করিবে । অতএব তুমি পুৰ্ব্বে নরক ভোগ করিয়া, পরিশেষে গরুর মুখসৌভাগ্য ভোগ করিবে, অথবা পূর্বে এই ক্ষণকাল ভোগ্য গরুর মুখসৌভাগ্য ভোগ করিয়া কোটীকল্প নরক ভোগ করিবে ? দুষ্ট ব্রাহ্মণ নিজ কুটীল বুদ্ধি এখনও পরিত্যাগ করে নাই; সে বলিল, আমার মুখ ত অল্প ক্ষণের জন্যই, অতএব এটুকু প্রথমেই ভোগ করিয়া লই, তার পর নিশ্চিস্ত হইয়া নরক ভোগ করিব। যমরাজ তথাস্তু বলিয়া একটী অলোকসামান্য সোর্ধ্যবর্ধ্য-সম্পন্ন স্বতীক্ষশৃঙ্গ বলীবর্দ তাহার সম্মুখে দিয়া বলিলেন, বলীবর্দ ! তুমি একঘণ্টার জন্য এই ব্রাহ্মণ তোমাকে যাহা অাঙ্গা করিবে, তাহাই অসঙ্কোচে সাধন কর । বলীবর্দ তাহাই করিতে প্রস্তুত হইল। তখন ব্রাহ্মণ ভাবিল, এই যম বেটাই আমায় শাস্তি দিবার জড়, শেষে ত
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।