পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে উৎসব। Ꮌ8Ꮌ হলে বৈকুণ্ঠ একটা উৎকঠাময় স্থান হইয়া উঠিল। ভক্তবৎসল দ্ভগবান, যমরাজ ও ক্ষীরান্ধিতনয়ার রক্ষার্থ বলীবর্দকে নিবারণ ੇਣ গেলেন ; কিন্তু তাহারই বিধিতে বাধ্য বলীবৰ্দ্দ বিনিবৃত্ত হইল না । সে কৰ্ম্মফল-ভোক্তা ব্রাহ্মণের আজ্ঞাকারী, লক্ষীকে মারিবেই মারিবে । লক্ষীর প্রাণ যায়, ভয়ে আকুল, বিষ্ণুকে করযোড়ে বলিলেন, শীঘ্র রক্ষা কর। বিষ্ণু তখন আর কি করেন, ভক্তকে রক্ষা করিবার জন্য ব্রাহ্মণকে বলিলেন, তুমি কি চাও ? আমি বরদাতা বিষ্ণু, তুমি বলীবর্দকে থামাইয়। লও, তুমি যাহা চাহিবে তাঁহাই দিব। ব্রাহ্মণ দিব্য দর্শনে ভগবানের দেবদুর্লভ মুপ্তি অবলোকন করিয়৷ করযোড়ে বলিল, প্রভো ! তোমার অপরূপ রূপ-দর্শনেই আমার সমস্ত কামনা পরিপূর্ণ হইয়াছে, মনের সমস্ত ময়লা কাটিয়া গিয়াছে ; এই বর দাও, যেন তোমার এই বৈকুণ্ঠপুরীতে থাকিয় তোমার সেবায় চিরদিন কৃতাৰ্থ হইতে পারি। দীনদয়াল প্ৰভু অমনি বলিলেন, তথাস্তু । ব্রাহ্মণের অfজ্ঞায় বলীবর্দ স্থির হইল ; যমরাজ কুশলপূর্বক বলীবর্দকে লইয়া নিজ লোকে চলিয়া গেলেন ; ব্রাহ্মণ বৈকুণ্ঠবাসী হইয়া রহিলেন । সভ্য মহোদয়গণ গল্পটীর সত্যাসত্যের দিকে বিচার করিবেন না ; কিন্তু এই মাত্ৰ দেখিয়া লইবেন, যে কোন ক্ষুদ্র পুণ্যবলেই হউক, সংস্বরূপের ক্ষণিক দর্শনেই ব্রাহ্মণের চির দুঃখ মিটিয়াগেল। ক্ষণজন্য স্বৰ্গ-সমাগমে চিরদিনের নবুক-যন্ত্রণ। মিটিয়া গেল। আমাদের সহস্ৰ অশান্তি সত্বেও যদি একবার মনঃপ্রাণ খুলিয়। ক্ষণজন্য ও ধৰ্ম্মোৎসবে