পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b- পরিব্রাজকের বক্তৃতা। কণিকা বিকীর্ণ হইয় পড়ে, বৈরাগ্য-দশায় সে ভাবের বিপধ্যয় হইয় থাকে ; তখন সংসার মহাশ্মশান, তখন সংসার কালানল-দগ্ধ ভস্মীভুত কঙ্কাল-সদৃশ বলিয়া বোধ হয়। মুখ দুঃখ, অনুরাগ বিরাগ, মিত্রত শক্রতা আদি সমস্তই মানবের মনের ধৰ্ম্ম । কেহ ভাল বলিয়া তাহাকে আমি ভাল বলি না, কিন্তু আমি তাহাকে ভাল মনে করি বলিয়া তাহাকে আমি ভাল বলিয়া থাকি । কাহারও যখন আমরা নিন্দ। করি, তখন সে প্রকৃত নিন্দিত কি না, তাহা ভগবান ভিন্ন আর কেহই জানে না; কিন্তু আমার মনের গতি অনুসারে তাহাকে আমি মিন্দিত এবং মন্দ ভাবি বলিয়। তাহার নিন্দ করিয়া থাকি। তুমি যাহাকে স্বন্দর বলিয়া জান, আমি তাহাকে কুৎসিত বলি কেন ? তোমার মনের সৌন্দর্ঘ্যের সিদ্ধাস্ত অনুসারে দেখিয়া তাহার রূপকে তোমার মনোমত বলিয়। বোধ হয়, তাহাই তুমি তাহাকে স্বন্দর বলিয়া থােক ; আর আমার মনের অবস্থানুসারে সৌন্দর্ঘ্যের সিদ্ধান্তমতে আমার নিকট তাহার রূপ মনোমত বলিয়া বোধ হইল 'ন', তাই তাহকে আমি কুৎসিত বলিলাম। তুমি সুন্দর বলিলে সে স্বন্দর নহে, আর আমি কুৎসিত বলিলেও সে কুৎসিত নহে; সে যাহ। তাহাই আছে, তাহার স্বরূপ সিদ্ধান্ত করা তোমার আমার কৰ্ম্ম নহে । যখন মনের সমস্ত অবস্থ। কাটিয়া যাইবে, তপস্তেজে যখন তোমার আমার প্রকৃতি নিতান্ত নিৰ্ম্মল হইবে, মনঃপ্রকৃতিতে যখন অবিদ্যা-মায়ার ছায়ামাত্রও থাকিবে না, তখন ধৰ্ম্মধৰ্ম্মের অতীত অবস্থায় দাড়াইয়। তোমার আমার মন—