পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে উৎসব। ΣΟ Σ. আসিয়া বসে, কত বানর ত বৃক্ষের উচ্চ শাখায় বসে, কত পক্ষী ত উচ্চগতিউচ্চ গগন-মার্গে বিচরণ করিয়া থাকে, তাহাতে কি তাহার। অতি মৰ্য্যাদাপন্ন জীব বলিয়া পরিগণিত হইবে ? কাজ কি তোমার লোক-মর্য্যাদায় ? কাজ কি তোমার বাহিরের প্রতিষ্ঠায় ? কাজ কি তোমার বৃথা অভিমানের গৌরবে ? একবার বাহির হইতে চক্ষু ফিরাইয়। অন্তর্জগৎ দর্শন কর ; দেখিতে পাইবে, সকল ঈশ্বরের ঈশ্বর রাজরাজেশ্বর তোমার হৃদয়রূপ রত্ববেদীতে বসিয়া ত্রিলোকের তত্ত্ব লইতেছেন, মহারাজ দরবারে বসিয়া চতুর্দশ ভুবনের শাসন করিতেছেন। তাহার ভয়ে ভীত হইয়া সকল লোকে সকল কার্য্য করিতেছে— "ভয়াদস্য অগ্নিস্থপতি ভয়াত্তপতি হুধাঃ। ভয়াদিন্দ্রশ বায়ুশ্চ মৃত্যুধাবতি পঞ্চমঃ ৷ ” সেই ত্রিভুবন-বন্দিত মহারাজাধিরাজ রাজরাজেশ্বর শাসনদও করে লইয়। বসিয়৷ আছেন । তাহারই শাসন-ভয়ে ভীত হইয়। অগ্নি উত্তাপ প্রদান করিতেছে, মাৰ্ত্তও প্রচও কিরণ বৰ্মণ করিতেছেন, মেঘবাহন ইন্দ বারিবর্মণ করিতেছেন, প্রবল পবন দেশে দেশে ছুটিতেছে, ও মৃত্যু চারিদিকে ধাবিত হইতেছে। সাধুস্বাদয়গণ ! এই রাজরাজেশ্বরের দরবারে স্থান পাইবার জন্য চেষ্টা করুন । সেখানে মান আছে, কিন্তু আভিমান নাই; সেখানে গৌরব অাছে, কিন্তু অহঙ্কার নাই; সেখানে ঐশ্বৰ্য্য আছে, কিন্তু লোভ নাই ; সেখানে প্রতাপ আছে, কিন্তু নিষ্ঠ ব্ৰতা নাই ; সেখানে মহন্তু আছে, কিন্তু অন্যের প্রতি তাচ্ছল্য নাই। এই রাজাধিরাজ মহারাজ মহাপ্ৰভু