পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e পরিব্রাজকের বক্তৃত । দাৰ্জিলিং, শিমলা, নৈনিতাল প্রভূতি শৈল-শিখরে আরোহণ কর ; যদি স্বভাবের আমোদময়ী শোভা দেখিতে সাধ হয়, তবে কাংড়া উপত্যকা, কাশ্মীর উপত্যক প্রভূতিতে বিচরণ কর ; যদি জলে জলে সৰ্ব্বদা নৌকাপথে বেড়াইতে হয়, তবে পূৰ্ব্ব বঙ্গে গমন কর ; যদি স্থলে ও শৈলে বেড়াইতে আকাঙক্ষণ হয়, তবে পঞ্জাব সীমায় অগ্রসর হও ; যদি শীত-বস্ত্র আদৌ ব্যবহার করিতে ইচ্ছা না হয়, তবে মাদ্রাজ বিভাগে রাস কর । ভারত-প্রকৃতির শিল্প-শালায় তুমি যাহ। চাহিবে, তাহাই পাইবে । একই স্থানে বসিয়া যদি পৃথিবীর সকল স্থানের শোভা সমৃদ্ধি স্থখ সন্তোগ করিতে হয়, তবে এক ভারতে বসিয়াই তাহ ভোগ করিয়া লও । সকল রসই ভারত-প্রকৃতির পদ সেবা করিয়৷ ঝির ঝির ধীর ধীর ধারায় বহিয়া যাইতেছে । যিনি যে স্বরসের রসিক হউন না কেন, ভারতের বিচিত্র রসময়ী প্রকৃতি তাহার সাধ মিটাইতে সমর্থ। সভ্য মহোদয়গণ । জন্মাবধি এক জন যদি ধুলি-ধূসরিত অনুৰ্ব্বর ক্ষেত্রে রক্ষিত ও অতি বাতাতপ-বিশিষ্ট দেশে লালিত পালিত হয় ; আর এক জন যদি চারি দিকে পুষ্পিত উপবন-পরিশোভিত, মৃদু-মধুর-বিহঙ্গ-সঙ্গীত-পরিপূরিত, স্নগন্ধি ধীর সমীরপ্রবাহিত, স্থললিত ঝর বর নিবার-নিনাদে আকুলিত দিব্য স্বরম্য দেশে নিবাস করিতে থাকে ; তবে এ جيه ব্যক্তির প্রকৃতি কি সম্পূর্ণ বিভিন্ন হইবে না ? এক জন জড়-প্রকৃতি, উগ্র-স্বভাব, অশাস্ত-চিত্ত, স্কুল-বুদ্ধি, অপরিণামদ্বশী, চরিত্র-বিহীন, এবং রুক্ষ-স্বভাব হইবে । আর y مر؟