পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৪ পরিব্রাজকের বক্তৃতা। 2ی w সাধনের জন্য র্তাহারই লোকালোক-বন্দিত চরণারবিন্দবন্দনে আজ উপস্থিত হইয়াছি । নারদাদি দেব দেবর্ষিগণও যে নামগাথা কীৰ্ত্তন করিয়া ত্রিভুবন-নিবাসীকে উন্মাদিত করিয়া থাকেন, যোগীন্দ্র, মুনীন্দ্র পুরুষগণ যে নাম-জ্বধাপান করিয়া মহাযোগ-নিদ্রায় অচেতন হইয় পড়েন, আজ সেই তারকব্রহ্ম নামকে অবলম্বন করিয়া আমরা সকলে এই উৎসবে প্রবৃত্ত হইয়াছি । এমন দিন অপেক্ষা আমাদের সৌভাগ্যের দিন আর কবে হইবে ? তাই আজ মনে বড় আহলাদ হইয়াছে, তাই আজ উৎসব করিতেছি। পাতক, মহাপাতক, অতিপাতক "আদি যে পুওরাকক্ষে ভগবানের স্মরণমাত্রই বিদূরিত হইয়া যায়, আজ . সেই কৃপা-কল্পতরু ভগবানের গুণ-গানে কৃতার্থ হইবার জন্য, আজ র্তাহার মহিমার কথা শুনিয়া সার্থকজীবন হইবার জন্য, আজ ভক্তগণ সঙ্গে তাহার নাম-সুধা-রস-পানে প্রমত্ত ও প্রেমে বিভোর হইয়া মনঃপ্রাণকে শীতল করিবার জন্য, এই উৎসবের অবতারণা। সাধুহৃদয়গণ ! এই উৎসবের শুভদিনে সকলে প্রাণ ভরিয়া প্রাণ-সখার চরণ চুম্বন করিয়া লউন, স্বগীয় পিতৃপুরুষগণের আশীৰ্ব্বাদ চাহিয়া লউন, আত্মীয় স্বজন, শত্রুমিত্ৰ সকলে আজ সম্মিলিত হইয় এক তানে, এক প্রাণে হরি হরি ধ্বনি করিয়া জীবন সফল করিয়া লউন । ভগবন্নামের জয় জয় ধ্বনিতে জগৎ পরিপূর্ণ হউক, প্রত্যেক গৃহ উৎসবময় হউক, আবাল-বৃদ্ধ-বনিতার প্রত্যেক হৃদয় ভগবানের চরণ-চিহ্নে অঙ্কিত হউক । হে ভক্তজনমনোহারিন ! তুমি এই উৎসবে অধিষ্ঠিত