অন্ধের যষ্টি । * যস্য স্মরণমাত্রেণ ন মোহো নচ দুৰ্গতিঃ । ন রোগে নচ দুঃখানি তমনন্তং নমাম্যহম্। সভ্যমহোদয়গণ । মনের বিলাস-ভূমি সংসার। সংসারের সুখ-স্বচ্ছন্দত। উপভোগ করিবার জন্য মনের প্রেরণায় চক্ষু, কর্ণ, নাসা, জিহবা, ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়-দ্বার উন্মুক্ত হইয়াছে। বাক পাণি, পাদ, পায়ু, উপস্থ, এই পঞ্চ কৰ্ম্মেন্দ্রিয়ের সহায়তায় ক্ষিত্যপ্ৰতেজমরুদ্ব্যোম এই পঞ্চভুত প্রস্থত। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, পঞ্চতন্মাত্রকে অবলম্বন করিয়া মন ংসাররূপ লীলাভূমিতে—বিলাসভূমিতে বিচরণ করিয়া থাকে। এই বিশাল ভোগ-বিতান মধ্যে মনের কখনও তৃপ্তিলাভ হয় কি না, তাহ। এ পর্যন্ত কেহই বিদিত হয়েন নাই। এই ভোগ-ভূমি সং কি অসং, মিথ্যা কি সত্য, অথবা মায়ামরীচিকাময়ী মরুভূমি, তাহার বিচার আজ করিব না। কায়। মায় হউক, বা ছায়া হউক, তাহ মায়াতীত পুরুষ ব্যতীত কেহই বলিতে পারেন না। আমরা মায়িক জগতের ক্ষুদ্র জীব, মায়াতীত রাজ্যের সমাচার উদেঘাষণ করিবার সামর্থ্য S BBB BDBBDDD DDBBBSBBBB DBB BBB BBBB SBDD gg ৰত্বত হইয়াছিল। এই বক্তৃতা শ্রবণার্থ বহুতর শিক্ষিত ও অশিক্ষিত, পণ্ডিত ও অপণ্ডিত, স্ত্রী ও পুরুষ আগ্রহপূর্ণ হৃদয়ে উপস্থিত হইয়াছিলেন। বক্তৃতা-শ্রবণে অনেক বিপথগামী স্বপথে অtসিয়াছেন, ও অনেক পাষাণ-হৃদয়ের নেত্রে জশুৰাৱণ ৰহিয়াছিল। প্রকাশক ।
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।