Ե- পরিব্রাজকের বক্তৃতা । _ বিষম আক্রমণকে তুচ্ছ ও উপেক্ষা করিয়া নিভীক হৃদয়ে পিঙ্গল-জটামণ্ডল-মণ্ডিত শীতাতপ-সহনশীল মহাযোগী, মহামুনি, মহর্ষি-মওলী কঠোর তপস্যায় নিরত রহিয়াছেন ? কোন বনের পর্ণ-কুটীরে বসিয়া ঋষিগণ দর্শন, পুরাণ আদি অশেষ শাস্ত্ররাশি প্রণয়ন করিয়৷ লোক-জগতের হৃদয়-দ্বার উদ্ঘাটন করিবার যন্ত্রমন্ত্ৰ নিৰ্ম্মাণ করিয়াছেন ? কোন বন এমন দেখিয়াছ, যে বনের নিবাসী উদাসী ঋষিগণের বাকপ্রতাপে বীর ধুরন্ধর অতুল সম্পত্তিশালী রাজন্যবর্গ প্রজাপুঞ্জসহিত নিয়মিত ও স্বশাসিত হইয়াছেন ? নদ নদী তো অনেক দেখিয়াছ, যেখানে হাঙ্গর, কুম্ভীর, নক্র, মীন, কূৰ্ম্মের অপ্রতুল নাই ; এমন প্রবাহিণী অনেক দেখিয়াছ, যাহার বক্ষ বিদারণ পূর্বক দ্রুতবেগবাহী জলযান নিজ বিশাল গর্ভে বছ বাণিজ্য-সামগ্ৰী লইয়া কত দেশকে ধন-সম্পত্তিশালী করিয়াছে ; টেমস, টাইগ্রীস, ইউফ্রেটস, আমেজন আদি অনেক নদীর তো নাম শুনিয়াছ ; কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, ব্রহ্মপুত্র আদির স্যায়, এমন পবিত্র নদী ও নদের নাম কি কখন শুনিয়াছ, যাহার তটে তটে, ঘাটে ঘাটে, ও সন্নিকটে বসিয়া তপস্তেজপূর্ণ মুনিগণ তপস্যা করিতেন, এবং ভূদেব ব্রাহ্মণগণ উদাত্ত, অনুদাত্ত, স্বরিত স্বরে গগনমণ্ডল বিকম্পিত করিয়া ব্ৰহ্মবাণী বেদধ্বনি করিতেন ? এমন নদী নদ কি কাহারও দৃষ্টিগোচর হইয়াছে, যাহার তরঙ্গমাল, ভক্তগণকর্তৃক ভগবচ্চরণে প্রদত্ত সচন্দন কুস্বমরাশি মস্তকে ধারণ করিয়া, নৃত্য করিতে করিতে, মহাসাগরেন্স অভিমুখে ধাবিত হইতেছে ? ভারতের জল, ভারতের
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।