অন্ধের যষ্টি । ఏసిన দূরবীক্ষণ ও অণুবীক্ষণের সাহায্যে সেই পদার্থ যেমন আরও নিগুঢ়রূপে দৃষ্ট হইয়া থাকে, সেইরূপ সংসঙ্গ ও বিবেকরূপ নয়নদ্বয়ের সাহায্যে পদার্থের স্বরূপ উত্তমরূপে দৃষ্ট হইয়া থাকে। আমাদের দুর্ভাগ্য-দোষে ও অভিমানের উত্তাপে আমরা দুইটী চক্ষুই হারাইয়া বসিয়াছি। সাধ করিয়া অন্ধ হইয়া সকল অন্ধকার দেখিতেছি । সংবাদ-পত্রে পাঠ করিয়াছি, বিলাতের একজন মাতাল অতিরিক্ত মদ্যপানের দোষে নেত্রের দৃষ্টি-শক্তি হারাইয়াছিল। অনেক দিন চিকিৎসা হইলে পর যখন কিছুতেই পীড়া "আরোগ্য হইল ন, তখন ডাক্তার বলিলেন, তৈামাকে আর কোন ঔষধই সেবন করিতে হইবে না ; কেবল যে মহাবিযরূপ স্বরা সেবন করিতেছ, তাহাই ছাড়িতে হইবে ; মদ্য ত্যাগ করিলেই তোমার ব্যাধির শান্তি হুইবে । মাতাল বলিল, ইহ, ব্যতীত কি রোগ-শান্তির অন্য উপায় নাই ? ডাক্তার বলিলেন—ন। তখন মাতাল বলিয়া উঠিল, প্রাণত্যাগ করিতে পারিব, কিন্তু মদ্যত্যাগ করিতে পারিব না ; যদি Tā Ri EtfgŲzi 5-E stai Ri KH, Then good-by to my eyes (চক্ষু য় ! তবে তোমাদিগের নিকট হইতে বিদায় হইলাম), এই বলিয়া ক্ষান্ত হইল । মাতাল আপনার দোষে আপনার চক্ষু দুটী জন্মের মত হারাইল। আমরাও সেইরূপ মোহমদিরা-পানে প্রমত্ত হইয়া চক্ষু দুটী ( সংসঙ্গ ও বিবেক) হারাইয়াছি। “नौदtरमांक्ष्धग्रौः य.बनमनित्रां९ खेत्ररुङ्गठ९ छञ९ ॥" সাধারণ মাতালের দুই দশ বৎসর মদ খাইয়াই অন্ধত
পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।