পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধের যষ্টি। S o Ο হৃদয় আমি, অহঙ্কারে উন্মত্ত আমি, ভক্তি পাইব কোথায় ? তাই আজ কাঙ্গালের ধন, দরিদ্রের সম্পত্তি—অন্ধের যঠি, অন্ধ আমি অনায়াসে পাইয়া প্রাণ ভরিয়া বলিতেছি, হরিবোল ! সকলে বলুন, হরি হরিবোল ! পাপতাপ কাটিয়৷ যাইবে, জন্ম জীবন সাথক হইবে । অপিকারী হইতে হয়, নাম আপনিই আমাকে উপযুক্ত অধিকারী করিয়া লইবে । অসমর্থ আমি, অন্ধ আমি, আমাকে স্বয়ং কিছু দেখিয়া, শুনিয়া, করিয়া, কর্মিয় লইতে হইবে না ; নামের গুণে সকলই হইবে । e ‘P দানবেন্দ্র হিরণ,কশিপু কঠোর, তপস্যা করিয়া এই বর লইয়াছিলেন যে, ভুলে স্থলে, নিশি বা দিবায়, দেব দানব বা মানবে, অস্ত্রে বা শdে, কিছুতেই তাহার মৃত্যু হইবে না। এই বর পাইয়। মহামায়াবী দানবেন্দ্র ভাবিয়াছিলেন, তিনি তমধু হইলেন । কিন্তু চতুর-চুড়ামণি ভগবান ! দিবায় নয়, নিশিতে নয়—সন্ধ্যাকালে ; দেব নয়, দানব নয়—অৰ্দ্ধপশু অৰ্দ্ধমনুষ্যাকারে ; তাস্কে নয়, শস্ত্রে নয়—প্রখর নখরাঘাতে ; জলে নয়, স্থলে নয়—নিজ জঙ্ঘার উপরে রাখিয় ভগবান দানবেন্দ্রকে বধ করিলেন । দনুজ পৗশ এই অভিনব, অপরূপ, অশ্চির্য্য ব্যবস্থ। কান স্বপ্নে ও ভালেন নাই । হিরণ্যকশিপুর অমর থাকিবরি সকল ব্যবস্থ। থাকিলেও যেমন ভগবানের যায়। কৌশলে তাহার মৃত্যু হইল, কলি-কলুষ-নাশনে ও সেইরূপ ঘটন ঘটিয়াছে । সত্য, ত্রেত, দ্বাপর অতীত হইলে কলিযুগ যখন রাজ্যভিষিক্ত হয়েন, তখন কলি ভগবানকে বলিয়াছিলেন, প্রভো !