পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৪ পরিব্রাজকের বক্তৃত। আমি তবেই রাজ্য করিব, যদি আপনার আজ্ঞা পাই যে, জ্ঞান, ধ্যান, যোগ, সমাধি, কোন কিছুই আমার রাজ্যকালে জীবের পরমপদলাভে কাৰ্য্যকরী হইবে না । ভগবান কলিকে তথাস্তু বলিয়া আশ্বস্ত করিলেন। মহাচক্ৰী-চুড়ামণি কলিকে ভুলাইলেন বটে ; কিন্তু জীবের প্রতি দয়া করিয়া আবার সদ্ব্যবস্থা ও করিলেন । কলির কথনানুসারে যোগ, ধ্যান, জ্ঞান সকলই বিফল হইতে লাগিল সত্য ; কিন্তু কাঙ্গলের সখ। জীব তরাইবার জন্য নিজ পবিত্র নামে শক্তি-সঞ্চাব করিলেন । হhিনাম ধ্যান নয়, জ্ঞান নয়, যোগ নয় ; ইছ। এক অপূৰ্ব্ব ঐন্দ্রজালিক ফষ্টি (magic rod); ইস্থাতে যাহ। মনে করিবে, তাহাই সিদ্ধ হইবে। হরিনাম কলি-কথিত সাধনমার্গের অতীত, নূতন জিনিষ । হিরণ্যকশিপুর সম্মুখে নরসিংহমূৰ্ত্তি যেমন অপরূপ, বলির সম্মুখে এই কলি-কলুষনাশন হরিনাম এক অপূৰ্ব্ব যষ্টি। এই ঘড়ির তাড়নায়.কলি ভীত হইয়াছেন। পাপ, তাপ, ও দূতগণ সহ স্বয়ং যমরাজ ও চকিত ও চমকিত হইয়াছেন । নামের মহিম। অপার । শ্ৰমদৃ গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের অনন্ত জ্বলন্ত প্রকাও কুণ্ডে ঘনীভূত প্রেমের ক্ষীরে পরমান্ন পাক বরিয়া, অন্নপূর্ণর ন্যায় স্থালীহস্তে, অন্ধ পথহারা পথিককে ডাকিয়া বলিতেছেন— নাম সুধারস কে নিবি রে অtয় ! এ যে দেবের স্থল" হরিনাম, নামে ক্ষুধা তৃষ্ণা দূরে যায়, নামের গুণে বোবায় বলে, পঙ্গু চলে, অন্ধ চোখে দেখতে পায় ।” নাম-স্বধারস যে একবার পান করিয়াছে, নামের মাধুরী ধারায় যে একবার অবগাহন করিয়াছে, তাহার মুখের নদী