পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

×lovy পরিব্রাজকের বক্তৃতা। - পাপ পাষণ্ডত চূর্ণ বিচুর্ণ করিয়া, বন্ধুর পথ সমতল করিয়া, ধীরে ধীরে তোমাকে পরিপূর্ণ পুণ্য রাজ্যে, জ্ঞানীর ব্ৰহ্মানন্দনিকেতনে, যোগীর যোগানন্দ-ভবনে, ও ভক্তের প্রেমনিকুঞ্জকাননে লইয়। যাইবে । প্রভাসখণ্ডে লিখিত আছে— মধুত্বমধুরমেতন্মঙ্গলং মঙ্গলানাম্। সকলনিগমবল্পীসৎফলং চিৎস্বরূপম্ ॥ সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা । ভৃগুবর নরমাত্রং তারিয়েৎ কৃষ্ণনাম ॥ অবহেলাপুৰ্ব্বকই উক, আর শ্রদ্ধার সহিতই হউক, মানব যদি অল্পমাত্র বা একবার মূত্রে ও ভগবানের নাম গান করে, তবে পাপতাপ সকল যাতনা হইতে সেই নাম জীবকে উদ্ধার করিয়া থাকে। এই নাম মধুর হইতেও সুমধুর, এবং সমস্ত মঙ্গলের মঙ্গল-স্বরূপ, এই মধুর নাম হইতেই বেদাদি শাস্ত্র ও সচ্চিদানন্দ-স্বরূপের বিকাশ হুইয়া থাকে। তুমি জন্মজন্মাস্তরের বহু দুস্কৃতি-ভার বহন করিয়া কাতর হইয়াছ কেন? তুমি পাপের ভয়ে ভীত হইয়াছ কেন ? ব্রহ্মবৈবর্তে লিখিত আছে, তাহ কি শুন নাই ? “সৰ্ব্বপাপপ্রশমনং সৰ্ব্বোপদ্রবনাশনম্। সৰ্ব্বদুঃখক্ষয়করং হরিনামামুকীৰ্ত্তনম্।” পাপ, অতিপাপ, ও মহাপাপ, ব্যাধি, মহাব্যাধি, ও অতিব্যাধি, তাপত্রয়, ষড়দুঃখ ও দুঃস্বপ্ন, এবং আরও যত প্রকার জীবের বিস্তু, বিপত্তি, উপদ্রব, উপসর্গ থাকুক না কেন, হরিনামকীৰ্ত্তন করিলে জীব সমস্ত যন্ত্রণ হইতে নিস্কৃতি পাইয় থাকে। সাধুহৃদয় শ্রোতৃমহোদয়গণ ! কেন আপনাকে অন্ধ বোধে কাতর