পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ) օ পরিব্রাজকের বস্তৃত। হরি হরি মুখে বলিলে যদি লোকের সদ্‌গতি হইত, তবে চিনি চিনি করিলেও মুখ মিষ্ট হইত। হরি শব্দের প্রতিপাদ্য ব্রহ্মসাক্ষাৎকার না করিলে, কেবল বাহিরে হরি হরি বলিলে কি হইবে ? চিনি রহিল কোথায়, হরি রছিলেন কোথায়, তুমি কেবল মুখে নাম উচ্চারণ করিলে কি হইবে ? স্ববোধ সভ্য মহোদয়গণ ! আমি সংক্ষেপে এই উত্তর করিব যে, দৃষ্টাস্তের দ্বারা কোন বিষয় বুঝিতে পার। যায় না, কেবল বুঝিবার স্ববিধা হয় মাত্র। পদার্থ-সাধনে যথাযথ যুক্তি ও উপযুক্ত প্রমাণ চাই। যদি উপযুক্ত যুক্তি ও প্রমাণ না দিয়া কেবল • দৃষ্টান্তের কৌশলেই হরিনামের অসারতা প্রতিপাদিত হয়, তবে আমিও তাহার বিপরীত দৃষ্টান্তের দ্বারা নামের সারবত্ত বুঝাইতেছি। ঐ দেখুম, সম্মুখের তেঁতুল গাছে একটা বানর বসিয়া কাচ তেঁতুল ভাঙ্গিয় ভাঙ্গিয় খাইতেছে, আপনি ত কিছু তেঁতুল খাইতেছেন না ; কিন্তু একবার বানরের তেঁ স্থল চিবাইয়। খাইবার দিকে তাকাইয় থাকুন, দেখিবেন, আপনার জিহবায় জল সরিলে, দন্তমূল শির শির করিয়া উঠিবে। কোথায় তেঁতুল, কোথায় আপনি, তবে তেঁতুল খাওয়ার ফল ফলিল কেন ? যাদ কেহ আপনার কাছে কুলের আচার, আমের আচারের কথা বারংবার গল্প করে, তবে আপনার মুখ সজল হইয়। আসে কেন ? আপনি আচার না খাইলেও, আপনার মুখে আচার না থাকিলেও, নামের মধ্যে নামীর প্রতাপ কেমন করিয়া আসিল ? তেঁতুল ও আচার আপনি কখনও জাস্বাদ করিয়া থাকিবেন, তাই আজ তাহার স্মরণ, শ্রবণ,