পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象》8 পরিত্রাজকের বক্তৃতা। করিয়া উঠিতে পারি না। তাই 'এলোপ্যাথির প্রকাও প্রকাও বোতল-ভরা ঔষধ তিক্ত হউক, বা অস্থখ-সেব্য হউক, তাহাই আমরা "গ্ন্যাসে গ্ল্যাসে ঢক, ঢক, করিয়৷ খাইব ও ভাবিব, পীড়াও যেমন প্রকাও, ঔষধের বোতলও তেমনই প্রকাও, ঔষধের মাত্রা ও তেমনি প্রকাও, বোতলের লেবেলও তেমনই প্রকাও, মূল্যট আবার সকল অপেক্ষাও প্রকাও, ডাক্তার বাবুর ভিজিটও কম প্রকাও নহে । ইহার সকলই প্রকাও ও আড়ম্বর-ফুক্ত ; তাই অনেকেরই ইহার উপর বিশ্বাস ; তাই কবিরাজী মধুমাখ বড়ি ছাড়িয়া আমরা ঐ ঔষধ গুলই গিলিতে ভালবাসি। জীব । ভবরোগে জর্জরিত আমরা, হরিনামের ক্ষুদ্র বটিকাই আমাদের পক্ষে সুখ-সেব্য ও উপযোগী । জ্ঞান, যোগ আদি "এলোপ্যাথির মত কৃচ্ছসেব্য, তাহ। উপকারী হইলেও যাহা স্থখ-সাধ্য, স্বখসেব্য, ও স্বলভ, छांश छांक्लिद ८कन ? - মহোদয়গণ ! আমি পূর্বেই বলিয়াছি, অর্থ বুঝি, জার না বুঝি, ভাবের মধ্যে প্রবেশ করি, আর নাই করি, শব্দের মধ্যে স্বভাবগত এমন সকল শক্তি আছে, যে তাহ। স্বতঃ এবং মনের অজ্ঞাতসারে মনোমধ্যে ক্রিয়া করিয়া থাকে । মনকে মত্ত করিয়া, বিগলিত করিয়া, শব্দগত প্রকৃতির ছাচে মনকে ঢালিয়া, মনের প্রকৃতিকে সেই শব্দের প্রকৃতির অমুকুল করিয়া লয় । অর্থ-বিহীন শব্দেও এই স্বাভাবিক শক্তির পরিচয় আপনারা ও অনেক সময়ে পাইয়াছেন। "হাইল্যাণ্ডার’ দলের মধ্যে